
‘ইউজিসি বঙ্গবন্ধু শেখ মুজিব ফেলোশিপ প্রাগ্রাম’ দেওয়ার সিন্ধান্ত নিয়েছে বিশ্বিবিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে। প্রতিবছর একজন অধ্যাপক/গবেষক এ ফেলোশিপের জন্য বিবেচিত হবেন।
দেশি বিদেশি সব বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউটের অধ্যাপক, অবসরপ্রাপ্ত অধ্যাপকরা এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন।
১৩ এপ্রিল (মঙ্গলবার) ইউজিসি থেকে ফেলোশিপের জন্য দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে আবেদন চাওয়া হয়েছে।
বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মরত অধ্যাপক বা অবসরপ্রাপ্ত অধ্যাপক এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন।
ইউজিসি জানিয়েছে, উচ্চশিক্ষায় বঙ্গবন্ধুর অনবদ্য অবদানকে স্মরণীয় করে রাখতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন প্রবর্তিত ইউজিসি বঙ্গবন্ধু শেখ মুজিব ফেলোশিপ প্রদানের সিন্ধান্ত নিয়েছে।
এ ফেলোশিপের জন্য দেশি, বিদেশি সব বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউটের অধ্যাপক, অবসরপ্রাপ্ত অধ্যাপকদের (বয়স ৫৫-৭০ বছরের মধ্যে) তারা আবেদন করতে পারবেন।
আগ্রহী অধ্যাপকরা কমিশনের নির্দিষ্ট ছকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে গবেষণা প্রস্তাব (Research Proposal) আগামী ২০ মে’র
মধ্যে ইউজিসির পরিচালক (রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন ডিভিশন) বরাবরে দরখাস্ত ডাকযোগে ও ই-মেইলে পাঠাতে পারবেন। আবেদনকারীকে নির্ধারিত ফরম- এ দরখাস্ত করতে হবে।
ইউজিসি বঙ্গবন্ধু শেখ মুজিব ফেলোশিপ নীতিমালা, আবেদন ফরম ও বিজ্ঞপ্তি ইউজিসি ওয়েবসাইটে (www.ugc.gov.bd) এ পাওয়া যাবে।
নোটিশটি বিশ্ববিদ্যালয়ের সব অনুষদ, বিভাগ ও ইনস্টিটিউটে বহুল প্রচারের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছে ইউজিসি।