
চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার জঙ্গলখাইন এলাকায় পরিত্যাক্ত অবস্থায় একটি ঘর থেকে ৩ শ রাউন্ড নতুন কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
১২ এপ্রিল (সোমবার) রাতে জঙ্গলখাইন ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জসিম উদ্দীন ওরফে মাইকেল জসিমের ঘর থেকে রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে।
অভিযুক্ত জসিম স্থানীয় সালেহ আহমদের ছেলে। তার বিরুদ্ধে পটিয়া থানায় খুন, ছিনতাই ও ইয়াবা ব্যবসাসহ ৮টি মামলা রয়েছে।
স্থানীয় সাধারণ জনগণ জানান, মাইকেল জসিম ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সঙ্গে সম্পৃক্ত। ধারণা করা হচ্ছে এসব কার্তুজ সন্ত্রাসী কাজে ব্যবহারের জন্য সে সম্প্রতি এনেছেন।
জানা গেছে, পটিয়া থানা পুলিশ গত কয়েকদিন ধরে হেফাজতের নেতাকর্মীদের গ্রেপ্তার করতে ব্যাপক অভিযান শুরু করে।
এর ধারাবাহিকতায় সোমবার রাতে জঙ্গলখাইনে হেফাজতের কয়েকজনকে পুলিশ গ্রেপ্তার করতে যায়।
এক পর্যায়ে জসিমের বাড়িতে অভিযান চালায় তারা। এ সময় জসিমের ঘরের ছাদে পরিত্যক্ত অবস্থায় ৩০০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।