

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪ জন মহানগরের ও একজন উপজেলার বাসিন্দা।
একই সময়ে ২ হাজার ৬২১ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ৪৩১ জন;
নতুন শনাক্তদের মধ্যে ৩১৯ জন নগরের ও ১১৬ জন উপজেলার বাসিন্দা।
আজ ১৩ এপ্রিল (মঙ্গলবার) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান,
চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ৪৫ হাজার ২৯১ জনের মধ্যে ৩৬ হাজার ৩৪৫ জন নগরের ও
৮ হাজার ৯৪৬ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।
এদিকে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৪৩৫ জন;
এর মধ্যে ৩১৯ জন নগরের ও ১১৬ জন উপজেলার বাসিন্দা।