
নগরীতে নকল হ্যান্ড স্যানিটাইজার এবং বিপুল পরিমান N95 মাস্কসহ একজন আটক।
নিউজ ডেস্কঃ
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ মডেল থানাধীন বিবিরহাট এলাকায় অভিযান চালিয়ে ৩৫ লিটার নকল হ্যান্ড স্যানিটাইজার এবং বিপুল পরিমান N95 মাস্ক উদ্ধারসহ এক জনকে আটক করেছে র্যাব-৭।
গতকাল ২১ জুন রাত ৯ টার সময় চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ মডেল থানাধীন বিবিরহাট এলাকায় অভিযান চালিয়ে ৩৫ লিটার নকল হ্যান্ড স্যানিটাইজার এবং বিপুল পরিমান N95 মাস্ক উদ্ধারসহ এক জনকে আটক করা হয়েছে বলে জানান র্যাব-৭ এর সহকারী পরিচালক( মিডিয়া) এএসপি মাহমুদুল হাসান মামুন।
আটককৃত আসামী হল, মোঃ আমজাদ হোসেন (৩৪) পিতা- মোঃ হেলাল উদ্দিন, সাং- নন্দিরহাট, কার্টুন ফ্যাক্টরীর পাশে ওয়ার্ড নং-০১, থানা- হাটহাজারী, জেলা- চট্টগ্রাম বর্তমান ঠিকানা- বিবিরহাট, কাঁচা বাজার, ১নং রোড, শাহ-আলম বিল্ডিং, থানা- পাঁচলাইশ, চট্টগ্রাম।
র্যব-৭ এর সহকারী পরিচালক এএসপি সোহেল মাহমুদ জানান, বর্তমান করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারী পরিস্থিতির সুযোগ নিয়ে সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম মহানগরীর কতিপয় অসাধু ব্যক্তি নকল হ্যান্ড স্যানেটাইজার ও অনুমোদনহীন মাস্ক অধিক মূল্যে বিক্রয় করছে। বিষয়টি আমাদের নজরে এলে এ বিষয়ে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। গোয়েন্দা নজরদারীর একপর্যায়ে নকল হ্যান্ড স্যানেটাইজার ও নিন্মমানের মাস্ক অধিক মূল্যে বিক্রয়ের সত্যতা পাওয়া যায়। সেই প্রেক্ষিতে সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে র্যাব-৭ এর একটি টহল দল নগরীর পাঁচলাইশ মডেল থানাধীন বিবিরহাট মেইন রোডস্থ নাহার হার্ডওয়্যার এন্ড ইলেক্ট্রিক নামীয় দোকানের সামনে ফুটপাতের উপর অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়।
তিনি আরও জানান, পরে তার অস্থায়ী দোকান তল্লাশি করে দোকানে সাজানো প্লাস্টিকের জ্যারিকেন ও প্লাস্টিকের বোতলে ৩৫ লিটার নকল হ্যান্ড স্যানিটাইজার এবং বিপুল পরিমান অনুমোদনহীন নিন্মমানের এন৯৫ নন মেডিকেল মাস্ক উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয়েছে বলে ও জানান র্যাব-৭ এর এই কর্মকর্তা।