সোমবার-২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ-১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ-১৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

কেকেআর’র প্রথম ম্যাচে খেলবেন সাকিব

সাকিব আল হাসান। ফাইল ছবি।

এক ম্যাচে সর্বোচ্চ চার বিদেশি খেলানোর নিয়ম আছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। সেই নিয়মে সাকিব আল হাসান কি কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মূল একাদশে জায়গা পাচ্ছেন?

৯ এপ্রিল (শুক্রবার) আইপিএলের ১৪তম আসর শুরুর আগে থেকেই এমন প্রশ্ন উঁকি দিচ্ছে বাংলাদেশি সমর্থকদের মনে।

আজ সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে রয়েছে কলকাতার প্রথম ম্যাচ। তাই সেই প্রশ্ন আরও জোরালো হয়েছে।

সেই প্রশ্ন সামনে রেখেই নিজেদের প্রথম ম্যাচের আগে মরগ্যান জানালেন, সাকিবকে নিয়ে দলের পরিকল্পনার কথা।

আজকের ম্যাচে সাকিব খেলছেন— সরাসরি এমন বক্তব্য না দিলেও মরগ্যান ইঙ্গিত দিয়েছেন, প্রতিটি ম্যাচেই সাকিবকে দরকার।

কেকেআর অধিনায়ক বলেন, ‘আইপিএলে ভারতের বিভিন্ন শহরে খেলা হবে। সব মাঠের চরিত্র এক নয়। পরিবেশও এক নয়।

সাকিব দলে আসায় বৈচিত্র্য বেড়েছে। আন্তর্জাতিক স্তরে তো বটেই, আইপিএলেও অনেক দুর্দান্ত পারফরম্যান্স আছে তার। সাকিবের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় দল। আশা করি, নিরাশ হব না আমরা।’

সাকিবের অভিজ্ঞতা ও পারফরম্যান্স বড় ভূমিকা রাখবে জানিয়ে মরগ্যান বলেন, ‘আইপিএল খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি টুর্নামেন্ট।

এ ধরনের টুর্নামেন্টে নির্দিষ্ট আচরণের ক্রিকেটার খুব প্রয়োজন। এমন ক্রিকেটার প্রয়োজন, যারা প্রতিটি ম্যাচেই প্রায় একই ধরনের খেলা খেলেন।

সাকিব অথবা সুনীল নারিন একই ধরনেরই চরিত্র। দল বিপদে পড়লে কোনো দ্বিধা ছাড়াই তাদের হাতে বল তুলে দেওয়া যায়।’

বিশ্লেষকরা বলছেন, আইপিএলে এক ম্যাচে সর্বোচ্চ চার বিদেশি ক্রিকেটার খেলাতে পারে কোনো দল। যে হিসেবে বিদেশি খেলোয়াড় মরগ্যান অধিনায়ক হিসেবে কলকাতার একাদশে ঠাঁই পাচ্ছেন স্বাভাবিকভাবেই।

অর্থের বন্যা বইয়ে কিনে প্যাট কামিন্সকেও দলে রাখবে তারা। বাকি রইলেন সুনীল নারিন, আন্দ্রে রাসেল, লকি ফার্গুসন, টম সেইফার্ট, বেন কাটিং ও সাকিব আল হাসান।

এতজন বিদেশির ভিড়ে সাকিব কি দলে জায়গা পাবেন কিনা প্রশ্নে চিদাম্বরামের স্পিনসহায়ক পিচের প্রসঙ্গ আসে। যেই অর্থে অলরাউন্ডার সাকিবই হতে পারেন প্রথম পছন্দ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype