

বরিশালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর লোগোতে থাকা শব্দ মুজিব শতবর্ষ ১০০ এবং বঙ্গবন্ধুর চেহারা ফুটিয়ে তুলেছেন ৯ হাজার ৪শ’ ৮জন মানুষ।
প্রতিটি ১৬ বর্গফুটের প্রিন্ট করা পিভিসি কাঠের ফ্রেম তুলে ধরে ফুটিয়ে তোলা হয় এই লোগো। এই মানব লোগোটি ১ হাজার ৩শ’ ৫০ফিট দীর্ঘ এবং ১ হাজার ৮শ’ ফিট প্রস্থ।