সুবর্ণার কণ্ঠে ‘বাহিরে তুমি ভেতরে তুমি’
সুরেলা কণ্ঠের শিল্পী সুবর্ণা রহমান। ঘরবন্দি সময়ে দর্শক-শ্রোতার জন্য এই সুকণ্ঠী গায়িকা নিয়ে এসেছেন আবৃত্তির ভিডিওচিত্র। শাওন পান্থ’র লেখা ‘বাহিরে তুমি ভেতরে তুমি’ কবিতাটি আবৃত্তি করেছেন তিনি। কবিতার ভিডিওচিত্র প্রকাশিত হয়েছে শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে।
কবিতা প্রসঙ্গে সুবর্ণা বলেন, ঘরে বসেই মোবাইলে আবৃত্তি রেকর্ড করেছি। অনিমেষ শর্মা ভিডিও এডিট করেছেন। আশা করি কাজটি সকলের ভালো লাগবে।উল্লেখ্য, এর আগে গত ২৫ এপ্রিল শাওন পান্থ’র ‘কেন তুমি এলে’ নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন সুবর্ণা।