
ক্রিড়া ডেস্ক : জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ ইতিহাস গড়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে জয় তুলে নিয়েছে। বুধবার (১৭ মার্চ) রাতের ম্যাচে লাৎসিওকে ২-১ গোলে হারিয়েছে হান্স ফ্লিকের দল।
লাৎসিওর মাঠে প্রথম লেগে ৪-১ গোলে জিতেছিল বায়ার্ন। ফলে দুই লেগ মিলিয়ে ৬-২ ব্যবধানে এগিয়ে কোয়ার্টার-ফাইনালে গেল বর্তমান চ্যাম্পিয়নরা।
আলিয়াঞ্জ অ্যারেনায় শেষ ষোলোর ফিরতি লেগে রবার্ট লেভানদোস্কি বায়ার্নকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান এরিক মাক্সিম চুপো-মোটিং। লাৎসিওর একমাত্র গোলদাতা মার্কো পারোলো।
ম্যাচের শুরু থেকে বল দখলে আধিপত্য বিস্তার করে বায়ার্ন। আর খেলার ৩৩তম মিনিটে লেভানদোস্কির সফল স্পট কিক থেকে এগিয়ে যায় স্বাগতিকরা। ডি-বক্সে লেয়ন গোরেটস্কা ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
ম্যাচের ৭৩তম মিনিটে স্কোরলাইন ২-০ করেন চুপো-মোটিং। পরে ৮২তম মিনিটে ব্যবধান কমান দ্বিতীয়ার্ধে বদলি নামা পারোলো। ফ্রি কিকে কাছ থেকে হেডে বল জালে পাঠান এই ইতালিয়ান মিডফিল্ডার।