শুক্রবার-১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ-১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ-১৫ই শাবান, ১৪৪৬ হিজরি

ইতিহাস গড়ে বায়ার্ন মিউনিখ শেষ আটে

জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে জয় তুলে নিয়েছে।

ক্রিড়া ডেস্ক : জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ ইতিহাস গড়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে জয় তুলে নিয়েছে। বুধবার (১৭ মার্চ) রাতের ম্যাচে লাৎসিওকে ২-১ গোলে হারিয়েছে হান্স ফ্লিকের দল।

লাৎসিওর মাঠে প্রথম লেগে ৪-১ গোলে জিতেছিল বায়ার্ন। ফলে দুই লেগ মিলিয়ে ৬-২ ব্যবধানে এগিয়ে কোয়ার্টার-ফাইনালে গেল বর্তমান চ্যাম্পিয়নরা।

আলিয়াঞ্জ অ্যারেনায় শেষ ষোলোর ফিরতি লেগে রবার্ট লেভানদোস্কি বায়ার্নকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান এরিক মাক্সিম চুপো-মোটিং। লাৎসিওর একমাত্র গোলদাতা মার্কো পারোলো।

ম্যাচের শুরু থেকে বল দখলে আধিপত্য বিস্তার করে বায়ার্ন। আর খেলার ৩৩তম মিনিটে লেভানদোস্কির সফল স্পট কিক থেকে এগিয়ে যায় স্বাগতিকরা। ডি-বক্সে লেয়ন গোরেটস্কা ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

ম্যাচের ৭৩তম মিনিটে স্কোরলাইন ২-০ করেন চুপো-মোটিং। পরে ৮২তম মিনিটে ব্যবধান কমান দ্বিতীয়ার্ধে বদলি নামা পারোলো। ফ্রি কিকে কাছ থেকে হেডে বল জালে পাঠান এই ইতালিয়ান মিডফিল্ডার।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype