নিজস্ব প্রতিবেদক : দেশের তাপমাত্রা বেড়ে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে উঠেছে।
শনিবার থেকে দেশের একাধিক এলাকায় তাপদাহ বয়ে যেতে পারে। সেসব স্থানে তাপমাত্রা ৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বুধবার (১৭ মার্চ ) রাতে আবহাওয়া অধিদফতর এক পূর্বাভাসে এ তথ্য জানান।
আবহাওয়া অফিসের সূত্রানুসারে, বুধবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা মঙ্গলবারের চেয়ে বেশি।
পূর্বাভাসে আরো বলা হয়েছে, বৃহস্পতিবার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।