
কমার্শিয়াল সিটি রোটারেক্ট ক্লাবের (২০২০-২১)রোটা বর্ষের নতুন কমিটি গঠন ।
নিউজ ডেস্কঃ
আন্তর্জাতিক রোটারি জেলা ৩২৮২,বাংলাদেশ এর সুপরিচিত ক্লাব রোটারেক্ট ক্লাব অব চিটাগাং কমার্শিয়াল সিটি এর
১৪ই জুন ২০২০ইং সন্ধ্যা ৭:৩০ মিনিটে ক্লাবের সর্বশেষ বোর্ড সভায় অনলাইনের মাধ্যমে আয়োজন করা হয় ।
এতে আগামী ২০২০-২১ইং রোটারি বর্ষে ক্লাবের কার্যক্রম ও অগ্রগতির ধারা অব্যহতি রাখতে
প্রেসিডেন্ট রোটারেক্টর সাদ্দাম হোসেন জয়,
ভাইস প্রেসিডেন্ট রোটারেক্টর সাদ্দাম হোসেন রিফাত,
ভাইস প্রেসিডেন্ট রোটারেক্টর মো: মিনার মন্ডল,
সেক্রেটারি রোটারেক্টর জেসমিন আক্তার জেসি,
ট্রেজারার রোটারেক্টর ইসহাক বিন আজিজ সহ ক্লাবের অন্যতম যোগ্যতাসম্পন্ন সদস্যদের ক্লাবের নানান দায়িত্ব প্রদান করা হয় ।