শুক্রবার-১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ-৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ-১৭ই রজব, ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে চবিতে ‘অসমাপ্ত আত্মজীবনী বিতরণ’ ও বিশেষ আলোচনা সভা ১৫ মার্চ

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে গৃহিত বছরব্যাপী কর্মসূচির ধারাবাহিকতায় আগামী ১৫ মার্চ, সোমবার, সকাল ১০টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সম্মেলন কক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে আন্তর্জাতিক কমিটি ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির যৌথ উদ্যোগে এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক জননেতা আমিনুল ইসলাম আমিনের সৌজন্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকসহ শতাধিক সাধারণ শিক্ষার্থীর হাতে “বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী” বিতরণ করা হবে। এতে চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার প্রধান অতিথি, সদ্য নিযুক্ত চবি বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর ড. মুনতাসীর মামুন প্রধান আলোচক থাকবেন।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে আন্তর্জাতিক কমিটির মহাসচিব লেখক-সাংবাদিক শওকত বাঙালির সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এসএম রাশেদুল আলম, জেলা নির্মূল কমিটির সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে আন্তর্জাতিক কমিটি, কাতার-এর সদস্য আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোহাম্মদ জিয়াউদ্দিন জিয়া।
অনুষ্ঠানে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সহ-সভাপতি, বরেণ্য ইতিহাসবেত্তা প্রফেসর ড. মুনতাসীর মামুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার’এ যোগদান করায় সম্মাননা ক্রেস্ট প্রদান করবে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, চট্টগ্রাম জেলা নেতৃবৃন্দ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype