নিজস্ব প্রতিবেদক : জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিল ও মানবাধিকার বিষয়ক সংগঠন ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় শাখার উদ্যোগে বিশ্ব নারী দিবস ২০২১ উদযাপন উপলক্ষে “নারীর ক্ষমতায়ন ও অগ্রযাত্রা এবং বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার অবদান” শীর্ষক সেমিনার ও আলোচনা সভা আগামীকাল ১৫ মার্চ (সামবার) বিকেল ৩টায় নগরীর চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি ও চট্টলমাতা হাসিনা মহিউদ্দিন। প্রধান বক্তা থাকবেন চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মো. মহিউদ্দিন বাচ্চু। প্রধান আলোচক থাকবেন ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক, বিশিষ্ট প্রাবন্ধিক ও কলামিস্ট অধ্যাপক ববি বড়ুয়া। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর নীলু নাগ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আনজুমান আরা। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন চট্টগ্রাম ওমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফা। সেমিনারে সভাপতিত্ব করবেন সংগঠনের চেয়ারম্যান ও দেশের বিশিষ্ট প্রযুক্তিবিদ প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া। অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন ক্ষেত্রে সফল ১১ নারীকে সম্মাননা প্রদান করা হবে।
উক্ত অনুষ্ঠানে সংগঠনের সকল কর্মকর্তা ও সদস্যদের এবং সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংগঠনের সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমান বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।