নিজস্ব প্রতিবেদক
হাটহাজারী গুমানমর্দন সার্বজনীন নালন্দা বৌদ্ধ বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষপরম সকলের কল্যাণ মিত্র শ্রদ্ধেয় ভদন্ত শ্রীমৎ উপতিষ্য মহাথের ১১ তারিখ দিবাগত রাত ১২. ৫৫ মিঃ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। “অনিচ্চা বত সাংখারা ” তারঁ শেষ কৃত্য অনুষ্ঠান আগামীকাল শনিবার দুপুর ২ঃ০০ মিঃ উক্ত বিহার প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। এহেন পুন্যময় অনুষ্ঠানে বিহার কমিটি ও দায়ক দায়িকার পক্ষ থেকে সদ্ধর্মপ্রাণ সকল নর-নারী বৃন্দকে উপস্থিত হয়ে পুণ্যময় অনুষ্ঠান সফল করার জন্য অনুরোধ জানানো হয়েছে ।