
৩৩ নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ডে সোলার প্যানেল দিলেন সাংসদ ওয়াসিকা আয়েশা খান
নিউজ ডেস্কঃ
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৩ নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ডে বাংলাদেশ জাতীয় সংসদের সাংসদ (সংরক্ষিত নারী আসন-৩১)ও আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান সোলার প্যানেল প্রদান করেন।
আজ শনিবার ২০ জুন দুপুরে ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব সাংসদের পক্ষ থেকে সোলার প্যানেল গুলো হস্থান্তর করেন।
সোলার প্যানেলগুলো হস্তান্তর করা হয় নগরীর চুড়িয়ালটুলী জামে মসজিদ, বংশাল রোড জামে মসজিদ ও টেকপাড়া শনি মন্দিরে। এ সময় উপস্হিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, মোঃ তারকে সর্দার, আমিনুর রহমান মিয়া, আলহাজ্ব শামসু মিয়া, মন্জুর আলম, মোঃ নিয়াজ, মোঃ জাহেদ, গোপাল দাশ সর্দার, সুজিত দাশ,প্রদীপ দাশ প্রমুখ।
ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব বলেন, এতো দিন করোনায় আক্রান্ত হওয়ার কারনে হোম কোয়ারান্টাইনে ছিলাম। এখন আমি মোটামুটি সুস্থ সকলের দোয়াতে। আজ থেকে আবার জনগনের সেবায় মাঠে নেমেছি। করোনা পরিস্থিতিতে অসহায় ও কর্মহীন হয়ে পড়া লোকদের পাশে দাঁড়াতে চাই।
উল্লেখ্য, ওয়াসিকা আয়শা খান হলেন বাংলাদেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ ও সংরক্ষিত নারী আসন-৩১ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য। প্রয়াত সাংসদ ও আওয়ামী লীগনেতা আতাউর রহমান খান কায়সারের মেয়ে।