মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের অভিযানঃ ৩৫ (পয়ঁত্রিশ) বোতল বিদেশী মদ এবং ০১ টি প্রাইভেটকারসহ গ্রেফতার ০১ জন
জুবাইর চট্টগ্রাম প্রতিনিধি
বন্দর নগরী চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন পাঠানিয়া গুদা নুরুজ্জামান নাজীর সড়কস্থ মুরগি ফার্ম এলাকায় অভিযান পরিচালনা করে ৩৫ (পয়ঁত্রিশ) বোতল বিদেশী মদ এবং ০১ টি প্রাইভেটকারসহ শাহ আলম (২৮) নামের এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।
মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ মিজানুর রহমান এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) জনাব আসিফ মহিউদ্দীন এর তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) জনাব কামরুল ইসলাম এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক মোঃ আজিজ আহমেদ ও বিশেষ টিম ২ এর সদস্যগন গোপন সংবাদের ভিত্তিতে ২০/০৬/২০২০খ্রিঃ ১৭:৩০ ঘটিকায় চট্টগ্রামের সিএমপির চান্দগাঁও থানাধীন পাঠানিয়া গুদা নুরুজ্জামান নাজীর সড়কস্থ মুরগি ফার্ম এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ শাহ আলম (২৮)’কে ৩৫ (পয়ঁত্রিশ) বোতল বিদেশী মদ এবং ০১ টি প্রাইভেটকারসহ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত শাহ আলমের বাড়ী চট্টগ্রাম জেলার পটিয়া থানার হুলাইন গ্রামে।
তার বিরুদ্ধে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।