রাঙ্গুনিয়ায় তথ্যমন্ত্রীর পক্ষে বিভিন্ন ইউনিয়নে ২০হাজার মাস্ক বিতরণ।
নিউজ ডেস্কঃ
রাঙ্গুনিয়ায় তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ড. হাছান মাহমুদের পক্ষে প্রায় বিশ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সাধারন মানুষকে রক্ষাকল্পে উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এসব মাস্ক বিতরণের উদ্যোগ নেন সাবেক ছাত্রলীগ নেতা ও ব্যবসায়ি তড়িৎ কান্তি দে।আজ শনিবার (২০ জুন) সকালে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে রাঙ্গুনিয়ার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকের হাতে তথ্যমন্ত্রীর পক্ষে এসব মাস্ক তুলে দেয়া হয়।ব্যবসায়ী তড়িৎ কান্তি দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগের সাধারন সম্পাদক মো. সফিকুল ইসলাম। বিশেস অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, দপ্তর সম্পাদক আবু তাহের, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কামাল উদ্দিন চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক আব্দুল হালিম, পৌরসভা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাউন্সিলর মো. সেলিম, সাবেক যুবলীগ নেতা শেখ মুজিব চৌধুরী, চেয়ারম্যান মির্জা সেকান্দর হোসেন প্রমূখ।ব্যবসায়ী তড়িৎ কান্তি দে জানান, তথ্যমন্ত্রীর নির্দেশে রাঙ্গুনিয়ার সাধারন মানুষের মাঝে বিতরণের জন্য আমার প্রতিষ্ঠানে তৈরী রপ্তানিযোগ্য এসব মাস্ক হস্তান্তর করা হয়েছে। এগুলো পুনঃ ব্যবহার উপযোগী ও স্বাস্থ্যসম্মত বলে তিনি জানান।