শনিবার-৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ-৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মামলা দায়েরের তিন ঘন্টার মধ্যে ছুরিকাঘাতকারী তিন আসামি গ্রেপ্তার

মামলা দায়েরের তিন ঘন্টার মধ্যে ছুরিকাঘাতকারী তিন আসামি গ্রেপ্তার

 

রিপোর্ট জুবায়ের ঃ

নগরীর চক বাজার থানাধীন বাকলিয়া এক্সেস রোড সংলগ্ন শান্তি নগর এলাকায় মোঃ ফারুক (২৫) নামের এক যুবককে ছুরিকাঘাত করার দায়ে থানায় মামলা করার তিন ঘন্টার মধ্যে তিন জনকে গ্রেপ্তার করেছে চকবাজার থানা পুলিশ। শুক্রবার (১৯ জুন) রাত ১২ টার সময় শান্তি নগর এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ সুমন (২১) মোঃ রুবেল প্রঃ মজলিশ (২১) ও মোঃ ইউসুফ মিয়া (২৮) কে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারের বিষয় জানতে চাইলে চকবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিয়াজ আহাম্মেদ বলেন, মোঃ ফারুক ছুরিকাহত হওয়া পর ফারুকের পিতা মোঃ বেলাল হোসেন ১৯ জুন রাত ৮ ঘটিকার সময় থানায় এসে মামলা দায়ের করিলে, মামলা নং-০৪/২০২০ ধারা-১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৭৯ ও ৫০৬ ধারায় আমরা মামলা গ্রহণ করি। পরবর্তীতে আমাদের পুলিশ টীম শান্তি নগর এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে রাত ১২ টার সময় আসামিদের গ্রেপ্তার করে এবং গ্রপ্তারকৃত আসামিদের আদালতে প্রেরণ করে বলে জানান পুলিশ পরিদর্শক (তদন্ত) রিয়াজ আহাম্মেদ।
অন্যদিকে মোঃ ফারুক ছুরিকাহত হওয়ার পর, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল( চমেক) এর ২৫ নম্বর ওয়ার্ডের অধীনে আশংকা জনক অবস্থায় আইসিইউ তে মৃত্যুর সাথে পাঞ্জা লড়লেও থানায় মামলা করায় আসামি পক্ষের লোকজন মামলা প্রত্যাহার করে সমঝোতা করার প্রস্তাব দিচ্ছে বলে জানান ফারুকের পিতা মোঃ বেলাল হোসেন।
জানা যায়, ছুরিকাহত মোঃ ফারুক গত ১৭ জুন কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে চক বাজার থানাধীন বাকলিয়া এক্সেস রোড সংলগ্ন শান্তি নগর এলাকায় পূর্ব পরিকল্পীত ভাবে হামলার উদ্দেশে সুমন ৭/৮ জনের একটি দল নিয়ে ফারুকের উপর এলোপাথাড়ি ছুরিকাঘাত করতে থাকে। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসতে দেখলে সুমন দলবল নিয়ে পালিয়ে যায়।পরে আহত ফারুকে রক্তাক্ত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ২৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হলে, আশংকা জনক অবস্থায় তাকে আইসিইউতে স্থানন্তর করা হয় বলে জানা যায়।
এ বিষয়ে জানতে চাইলে ফারুকের পিতা মোঃ বেলাল হোসেন বলেন, আমি একজন সামান্য রিক্সা চালক। দিনে আইনা দিনে খাই। আমার পোলা গার্মেন্টসে চাকরী করে, আমার পোলা কোনো সন্ত্রাসী না। কেন যে আমার পোলারে তারা ছুরি দিয়া এমন কইরা কোপাইলো আমি জানিনা। অথচ এলাকা এতো গন্যমান্য ব্যক্তিরা থাকতে কেন যে আমার পোলারে তারা কোপাইলো কেউ জিগাইলো না। বরং আমি মামলা করার পর, আমার পোলার হামলাকারীর মামারা যা গো নামে মাদক, চুরি, চাঁদাবাজি সহ বিভিন্ন মামলায় জামিনে থাকা আসামি মোঃ খোকন, মোঃ সোলেমান প্রঃ সোলেমান শেঠ সহ আরও তাগো সহযোগী অন্যান্যরা আমাগোরে মামলা তুইলা সমঝোতা করার প্রস্তাব দেই। আমি কইচি, আমি সমঝোতা চাই না বিচার চাই। তাই কোনো উপায় না দেইখা গত ১৯ জুন চক বাজার থানায় গিয়া আমি মামলা করি এবং পুলিশ ওই দিন সুমন সহ তিন জনরে গ্রেপ্তার করছে। এ ব্যপারে আমি কিছু চাইনা, আমি শুধু প্রশাসনের কাছে আমার পোলার হামলাকারী গো ন্যায্য বিচার চাই।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফারুক ও সুমন বাকলিয়া শান্তি নগরে একই এলাকায় বসবাস করে। ঘটনার পূর্বের দিন ফারুক কর্মস্থল থেকে ফেরার পথে উল্লেখিত ঘটনার একই স্থানে সুমন ১০/১৫ জনের একটি দল নিয়ে ফারুকের উপর হামলা চালায়। এক পর্যায়ে সুমন সহ অন্যান্যরা ফারুককে লাঠি দিয়ে আঘাত করতে লাগলে কোনো এক সময় ফারুক তাদের কবল থেকে ছুটে গিয়ে প্রাণ রক্ষা করে। পরবর্তীতে গত ১৭ জুন সুমন ফারুকের উপর আবার হামলা চালিয়ে তাকে ছুরিকাঘাত করে বলে জানান এলাকাবাসী

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype