শনিবার-৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ-৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

স্পিকার ড. শিরীন শারমিন ‘উইমেন অফ দ্যা ডিকেড’ এ্যাওয়ার্ড পেলেন

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে ‘উইকি এ্যাওয়ার্ড ২০২১ ফর উইমেন অফ দ্যা ডিকেড ইন পাবলিক লাইফ এন্ড লিডারশিপ’ পুরস্কারে ভূষিত করেছে ‘ওমেন ইকোনমিক ফোরাম’।

ইতিহাস ৭১ ডেস্ক : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে ‘উইকি এ্যাওয়ার্ড ২০২১ ফর উইমেন অফ দ্যা ডিকেড ইন পাবলিক লাইফ এন্ড লিডারশিপ’ পুরস্কারে ভূষিত করেছে ‘ওমেন ইকোনমিক ফোরাম’।

শনিবার (৬ ফেব্রুয়ারি) দুইদিনব্যাপী ‘এশিয়ান উইমেন এন্টারপ্রিনিউর্স সামিট ২০২১’ সামিটের উদ্বোধনী দিনে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকারকে এ পুরস্কারে ভূষিত করা হয়।

‘বাংলাদেশ-ইন্ডিয়া বিজনেস কাউন্সিল অফ দ্যা উইমেন্স ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’ এ সামিটের আয়োজন করে। সামিটের প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন স্পিকার।

এর আগে উইমেন্স ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডব্লিউআইসিসি) প্রতিষ্ঠাতা সভাপতি ড. হারবিন আরোরা স্বাক্ষরিত পত্রের মাধ্যমে স্পিকারকে এ পুরস্কারে ভূষিত করার বিষয়ে অবহিত করেন। নারী উন্নয়নে দীর্ঘদিন কাজ করার স্বীকৃতি স্বরূপ এই এ্যাওয়ার্ড প্রদান করা হয়।

উল্লেখ্য, উইমেন্স ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডব্লিউআইসিসি) ১২০টি দেশের প্রায় আড়াই লাখ নারী সদস্যদের মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যমে শিল্পোদ্যোক্তা ও নারীনেতৃত্ব গঠন তথা নারীর ক্ষমতায়নে মানবহিতৈষী মনোভাব নিয়ে কাজ করে যাচ্ছে। পুরস্কারটি নারীদের উৎসাহিত করার লক্ষ্যে ওমেন ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) কর্তৃক পরিচালিত হয়ে থাকে। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, নোবেল বিজয়ী, বিশ্বনেতৃবৃন্দের মাঝে এ সম্মানজনক পুরস্কার বিতরণ করা হয়।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype