নিজস্ব প্রতিবেদক
ফটিকছড়ি উপজেলার অন্তর্গত কোঠেরপাড় গ্রামের আলোকিত সূর্যসন্তান, সমাজ রত্ন, সংঘসেবক, মানবতাবাদী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব, কোঠেরপাড় বৌদ্ধ কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি, গৃহায়ন লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক প্রকৌশলী মৃণাল কান্তি বড়ুয়ার আজ শুভ জন্মদিন। আজকের দিনে তিনি ৭৫তম বছরে পর্দাপন করেন, বণাঢ্য এই জীবনে তিনি শিক্ষকতা পেশায়, সামাজিক বিভিন্ন কাজে,গবেষণায়, লেখনীতে, সামাজিক বিভিন্ন সংস্কারমুলক কাজে দেশে, আন্তর্জাতিক পরিসরে অনেক কাজ সম্পাদন করেন।