মঙ্গলবার-১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দুলাল বড়ুয়া ছিলেন আদর্শ রাজনীতিবীদ শোকসভায় ফজলে করিম চৌধুরী এম পি

রাউজান প্রতিনিধি

চট্টগ্রামের রাউজান উপজেলায় উরকিরচর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যােগে ৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার আবুরখীল বির্দশন বিহারে উরকিরচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রয়াত দুলাল কান্তি বড়ুয়া’র শোক সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর এমপি।সংগঠ‌নের ভারপ্রাপ্ত সভাপ‌তি আলহাজ শেখ সিরাজুল ইসলামের সভাপ‌তিত্বে সাধারন সম্পাদক মো: শ‌ফিউল আলম ও প্রচার সম্পাদক উৎপল মহাজন অরু‌নের যৌথ সঞ্চালনায় বি‌শেষ‌ অতি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসার নব নিবার্চিত সংঘনায়ক প্রিয়শীলি ভদন্ত বনশ্রী মহাথের’র, একু‌শে পদক প্রাপ্ত ড: বি‌কিরন প্রসাদ বড়ুয়া, রাউজান উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যাপক ক‌ফিল উ‌দ্দিন চৌধুরী, উপ‌জেলা ভাইস চেয়ারম্যান আলহাজ নুর মোহাম্মদ, রাউজান থানার অফিসার ইন্চার্জ আব্দুল্লাহ আল হারুন,উর‌কিরচর ইউ‌নিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সো‌হেল, উপ‌জেলা আওয়ামী লী‌গের সহ সভাপ‌তি আলহাজ নুরুল‌ আবছার মিয়া,প‌শ্চিম গুজরা ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান লায়ন শাহাবু‌দ্দিন আ‌রিফ,এ‌তে আ‌রো বক্তব্য রা‌খেন উপ‌জেলা আওয়ামী লী‌গের‌ মানব শিক্ষা বিষয়ক সম্পাদক বাবু ত্রিদীপ বড়ুয়া,ইউ‌নিয়ন আওয়ামী লী‌গের সা‌বেক সাধারন সম্পাদক আলহাজ নুরুল আ‌মিন, ইউ‌নিয়ন আওয়ামী লী‌গের সহ সভাপ‌তি এস এম আবদুল ম‌জিদ, মো: আলী আকবর, বীর মু‌ক্তিযোদ্ধা এস এম হারুনুর রশীদ, সৈয়দ না‌ছের‌ মেম্বার, যুগ্ম সম্পাদক মো:আয়ুব, আইন‌ বিষয়ক সম্পাদক বাবু তাপস বড়ুয়া, ইউনিয়ন আওয়ামীলীগের
সদস্য নাট্যজন রুপায়ন বড়ুয়া কাজল,সাংস্কৃতিক সম্পাদক অলকেষ বড়ুয়া তপু,উপ‌জেলা স্বেচ্ছা‌সেবক লী‌গের আহবায়ক এস এম জাহাঙ্গীর‌ আলম, ইউনিয়ন আওয়ামী লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক ম‌হিউ‌দ্দিন ইমন, সি‌নিয়র সদস্য ক‌বি আব্দুল মন্নান খানঁ , ইউ‌পি সদস্য মো: মাহবুবুল আলম, তাপস বড়ুয়া,মো: জাহাঙ্গীর সওদাগর, ‌মো; র‌ফিকুল আলম, মো: নুরুল আবছার, মো: সে‌লিম উ‌দ্দিন, মো; কাওসার, অ‌মিত বিজয় বড়ুয়া, ম‌হিলা সদস্য জয়া বড়ুয়া, ফা‌তেমা বেগম, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা প্রদুৎ বড়ুয়া মিঠু, বাবু রনধীর বড়ুয়া, শ্রীকান্ত চৌধুরী, র‌ফিক কন্ট্রাক্টর, মো: ইসমাইল, মো: ওসমান গ‌নি, মো: জ‌সিম উ‌দ্দিন, প্রদুৎ বড়ুয়া মিঠু, যুব‌নেতা সৈয়দ সা‌জেদুল ক‌রিম সাজু, সৈয়দ র‌বিউল হো‌সেন আ‌রিফ, ম‌নিরুল ইসলাম, আরমান হো‌সেন, ইউ‌নিয়ন যুবলী‌গের সভাপ‌তি নুরুল আ‌জিম জু‌য়েল, সাধারন সম্পাদক ম‌নিরুল ইসলাম,সহ সভাপতি আলী হায়দার শাহ,যুগ্ম সম্পাদক লোকমান‌ আনচারী,সৈয়দ ছায়দুল হক, দক্ষিন রাউজান থানা ছাত্রলী‌গের ভারপ্রাপ্ত সভাপ‌তি মো: জা‌হেদুল আলম,যুবলীগ নেতা সন্জয় চৌধুরী,প্রচার সম্পাদক মো: রায়হান,নাজমুল রায়হান,রাজু শাহ,ফারুক,মিজান সহ উর‌কিরচর ইউ‌নিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলী‌গের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype