রাউজান উপজেলার ১২ নং উরকিরচর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ তিনবারের এবং আশা লতা কলেজের সভাপতি ছিলেন। বিশিষ্ট রাজনিতিবিদ,সমাজদরদী রাত ৩টায় চিটাগং মেট্রোপলিটন হাস্পাতালে পরলোকগমন করেছেন।মরাদেহো সকাল আটটা হইতে নয়টা পর্যন্ত কাতালগঞ্জ বুদ্ধ বিহারে ও নয়টা থেকে দশটা লাভলেইন বৌদ্ধ বিহারে রাখা হবে।
আজ বিকেল ৩টায় আবুরখীল বিদর্শন বিহার মিলনায়তনে প্রয়াতের অনিত্য সভা অনুষ্ঠিত হবে