নিজস্ব প্রতিবেদক : রাউজান উপজেলার আবুরখীল গ্রামের একজন রাজনীতিবিদ, সমাজকর্মী, অভিভাবক, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের আজীবন সদস্য বাবু দুলাল কান্তি বড়ুয়া শনিবার (৩০ জানুয়ারি) দিবাগত ভোর রাত ৪ টায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হেয়েছিল ৭০ বছর।
তিনি রাউজান উপজেলার ১২ নং উরকিরচর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি, আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের দু’বারের সভাপতি, বিশিষ্ট রাজনিতিবিদ, সমাজদরদী সকলের প্রিয় দুলাল কান্তি বড়ুয়ার মরদেহ সকাল ৮টা হতে ৯ টা পর্যন্ত কাতালগঞ্জ বৌদ্ধ বিহারে রাখা হয় এরপর বিকেল ২ টায় প্রয়াতের নিজ বাড়ি আবুরখীল নন্দনকানন বিদর্শন বিহারে শোকসভা অনুষ্ঠিত হয়।
শোকসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপ সংঘনায়ক ভদন্ত রতনশ্রী মহাথের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সংঘনায়ক অধ্যাপক ভদন্ত বনশ্রী মহাথের। সাংস্কৃতিক ব্যক্তিত্ব অলকেশ বড়ুয়া তপু ও সাংবাদিক রতন বড়ুয়ার সঞ্চালনায় প্রয়াতের সংক্ষীপ্ত পরিচিতি প্রদান করেন ডা. প্রবেশ কুমার বড়ুয়া। দুপুর থেকে রাউজান উপজেলার বিভিন্ন স্তরের নেতা কর্মীরা প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়। এসময় প্রয়াতের স্মৃতীচারণ করেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, রাউজান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ১২ নং উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল, ১৪নং বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভূপেশ বড়ুয়া, রাউজান ৭নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু, পাহাড়তলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রকুনোদ্দিন, ১২ নং উরকিরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ শফিউল আলম, উপজেলা আওয়ামীলীগের সদস্য দোস্ত মোহাম্মদ খান, ১০ নং পূর্ব গুজরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডা. স্বপন কুমার বড়ুয়া, দক্ষিণ রাউজান ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহেদুল ইসলাম জাহেদ, অধ্যাপক রূপেন বড়ুয়া বাবলা, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিষদের সদস্য ও সাবেক যুবলীগ নেতা স্বরূপ বিকাশ বড়ুয়া বিতান, মুক্তিযোদ্ধা মো. হারুন, ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি মো. সালাউদ্দিন, সংবাদিক লোকমান আনসারী, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুবয়ের সভাপতি পুষ্পেন বড়ুয়া কাজল, আস্থা বাংলাদেশের সাধারণ সম্পাদক বরন বড়ুয়া, ইউপি সদস্য অমিত বিজয় বড়ুয়া, ইউপি সদস্য তাপস কুমার বড়ুয়া সহ আওয়ামী লীগ , যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন ছাত্র সংগঠন ও সামাজিক সংগঠন প্রয়াতের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন।