

ইতিহাস ৭১ ডেস্ক : চট্টগ্রাম মহানগরীতে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের দিন কার, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ সাত ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।
সোমবার (২৫ জানুয়ারি) রাতে চট্টগ্রাম নগর পুলিশের এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ জানুয়ারি মধ্যরাত থেকে ২৭ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। নিষেধাজ্ঞার আওতাভুক্ত যানবাহনসমূহ হলো- ট্রাক, পিকআপ, বেবি টেক্সি/অটোরিকশা/ইজিবাইক, মাইক্রোবাস, কার এবং জিপ।
এছাড়া ২৫ জানুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ২৮ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপরও নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম নগর পুলিশের জনসংযোগ কর্মকর্তা শাহ মো. আবদুর রউফ জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আওতাধীন এলাকায় সাত ধরনের যানবাহনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
উপরোল্লিখিত নিষেধাজ্ঞা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী/তাঁদের নির্বাচনী এজেন্ট, দেশি/বিদেশি পর্যবেক্ষকদের (পরিচয়পত্র থাকতে হবে) ক্ষেত্রে শিথিলযোগ্য।
তাছাড়া নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি/বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনে বৈধ পরিদর্শক এবং কতিপয় জরুরী কাজ যেমন- অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রম ব্যবহারের জন্য উল্লিখিত যানবাহন চলাচলের ক্ষেত্রে উক্ত নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।