মোহাম্মদ অলিউল্লাহ।
বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলার কার্যনির্বাহী কমিটি (২০২১-২০২৩) সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় হাটহাজারী উপজেলা শিক্ষক সমিতির সভাপতি, নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও হাটহাজারী পৌরসভার আলীপুর চাঁন গাজী চৌধুরী বাড়ির কৃতি সন্তার জনাব মোঃ ফিরোজ চৌধুরীকে চাঁন গাজী চৌঃ বাড়ি যুব সমাজের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
মঙ্গলবার (১৯ জানুয়ারী) বিকেলে বাইতুন নাজাত জামে মসজিদ সংলগ্ন মাঠে সংবর্ধনা দেয়া। আহসান আরিফের সঞ্চালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাবুদ চৌঃ, সোবাহান চৌঃ, সোলায়মান চৌঃ, রফিক চৌঃ, ইউনুছ মিয়া, নুর মিয়া, রায়হান চৌঃ, ফরিদ চৌঃ,লোকমান, জাহাঙির, সেলিম, ইব্রাহিম, সাঈদ, ইকবাল, সাহেদ, পারভেছ, মারুফ, আতিকসহ প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে সবুজ দল ৪-৩ গোলে লাল দলকে পরাজিত করে।