নিজেস্ব প্রতিনিধি:
একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে চসিক নির্বাচনে নৌকার প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে ভোট দিয়ে জয়যুক্ত করা এবং চট্টগ্রামবাসীর কাছে ভোট চাইলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।
তিনি বলেন, দেশের মানুষ চট্টগ্রামকে বীর চট্টলা হিসেবে জানে, চট্টগ্রাম বীর সন্তানদের মাটি। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রধানমন্ত্রী একজন বীর মুক্তিযোদ্ধাকে মনোনয়ন দিয়েছেন।
তিনি বলেন, স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিয়ে মেয়র পদে একজন বীর মুক্তিযোদ্ধা রেজাউলকে সম্মান জানিয়ে নির্বাচিত করা, চট্টলবাসীর নৈতিক দায়িত্ব।
শুক্রবার (১৫ জানুয়ারি) চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর পক্ষে বাকলিয়া এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
মেয়র প্রার্থী রেজাউল বলেন, বাকলিয়াবাসীকে অতীতে বিএনপি মিথ্যা স্বপ্ন দেখিয়ে ভোট নিয়ে গিয়েছিল। তারা এই এলাকাকে তাদের ভোট ব্যাংক বলেও দাবি করত। কিন্তু বাকলিয়ার উন্নয়নে তারা কিছুই করেনি। বাকলিয়ার মানুষ আর ধোকাবাজির ফাঁদে পড়বে না।
আধুনিক বাকলিয়া গড়তে বাকলিয়াবাসীকে উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিতে হবে। আমি মেয়র নির্বাচিত হলে হোল্ডিং ট্যাক্স না বাড়িয়েই উন্নয়ন পরিকল্পনা সাজাব এবং আধুনিক সেবা নিশ্চিত করব।
এতে চসিক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, জলাবদ্ধতা এই এলাকার একটি কঠিন সমস্যা। রিভার ড্রাইভ রোড ও জলাবদ্ধতা নিরসনে চলমান মেগাপ্রকল্প সম্পন্ন হলে এ সমস্যার সুরাহা হবে। তিনি নৌকায় ভোট দিয়ে রেজাউল করিমকে মেয়র নির্বাচিত করার আহ্বান জানান।
মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ শহিদুল আলম, ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ হারুন অর রশিদ, ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. নূরুল আলম, সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থী শাহীন আকতার রোজী, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আহমদ হোসেন ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি উপস্থিত ছিলেন।