শুক্রবার-১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ-১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ-১৫ই শাবান, ১৪৪৬ হিজরি

নাগ‌রিক দাবী বাস্তবায়‌নে ২৪নং ওয়ার্ডে নৌকায় ভোট চাইলেন রেজাউল করিম

 

নিজেস্ব প্রতিনিধি

নগরের ২৪ নং আগ্রাবাদ ওয়া‌র্ডস্থ মনছুরাবাদ ও মোল্লাপাড়া এলাকার জনসাধার‌নের সা‌থে মত বি‌নিময় ও আওয়ামী লীগ দলীয় নির্বাচনী কার্যালয় উ‌দ্বোধন কা‌লে মেয়র প্রার্থী রেজাউল করিম বলেন- চট্টগ্রা‌মের নাগ‌রিক দাবী আদায়ের জন‌্য জনসাধারন‌কে নি‌য়ে দীর্ঘ আ‌ন্দোলন সংগ্রাম ক‌রে‌ছি। চট্টগ্রা‌মের শিক্ষা, স্বাস্থ‌্য, ক্রীড়া, সংস্কৃ‌তি, প‌রি‌বে‌শের জন‌্য বি‌ভিন্ন মাধ‌্যমে সোচ্চার থে‌কে‌ছি। জলাবদ্ধতা, যানজট, মশক, দখল, দুষন, মাদক, সন্ত্রাস, দুর্ণী‌তির ব‌্যাপা‌রে প্রতিবা‌দে মূখর থে‌কে‌ছি, আগামীতে আপনাদের সবাইকে সাথে নিয়ে উত্ত কাজ তরান্বিত করার সুযোগ দিন।

চট্টগ্রা‌মের নাগ‌রিক সেবায় কাজ কর‌তে জননেত্রী শেখ হা‌সিনা আমাকে নৌকা প্রতী‌ক দি‌য়ে মেয়র প‌দে নির্বাচন করার সু‌যোগ দি‌য়ে‌ছেন।

সক‌লের দোয়া ও রায় নি‌য়ে মেয়র নির্বা‌চিত হ‌লে আমার প্রতি জন‌নেত্রী শেখ হা‌সিনার আস্থা ও চট্টগ্রা‌মের প্রতি আন্ত‌রিকতাকে সাথী ক‌রে আমার নি‌জের চট্টগ্রা‌মের উন্নয়‌নের দাবী, আপনা‌দের স্বপ্নপুরীর চট্টগ্রাম গড়‌তে অবশ‌্যই সক্ষম হব ইনশায়াল্লাহ।

‌মো. জাকা‌রিয়ার সভাপ‌তি‌ত্বে অ এসময় সভায় বক্তব‌্য রা‌খেন, এ‌ টি এম পেয়ারুল ইসলাম, সৈয়দ মাহমুদুল হক, ‌সিরাজুল ইসলাম, আবদুস সামাদ,জাহাঙ্গীর আলম, আবদুর রহমান মিয়া, আবদুল বা‌রেক, এম এ হান্নান কাজল, নাজমুল হক ডিউক, ওসমান গ‌ণি আলমগীর, র‌বিউল হাসান সুমন প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype