সোমবার-১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ-৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধুর স্ব‌দেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে উর‌কিরচর ইউ‌নিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এর উদ্যোগে আলোচনা সভা

রাউজান প্রতিনিধি 

বঙ্গবন্ধুর স্ব‌দেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে উর‌কিরচর ইউ‌নিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এর উদ্যোগে এক আলোচনা সভাও রাউজা‌নের মাটি ও মানু‌ষের নেতা জন‌নেতা এ‌ বি এম ফজ‌লে ক‌রিম চৌধুরী এম‌পি র পক্ষে শীত বস্ত্র বিতরন   ১০জুন ২০২১ইং দুপুর ৩টায় বৈজ্জ্যাখালী গেইট চত্ত‌রে সংগঠ‌নের সভাপ‌তি বাবু দুলাল কা‌ন্তি বড়ুয়ার সভাপ‌তি‌ত্বে ও প্রচার সম্পাদক উৎপল মহাজন অরু‌ন এর সঞ্চাল‌নায় অনু‌ষ্টিত হয়।
এ‌তে প্রধান অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন রাউজান উপ‌জেলা ভাইস চেয়ারম‌্যান জন‌নেতা জনাব আলহাজ্ব নুর মোহাম্মদ সা‌হেব, প্রধান বক্তা হিসা‌বে বক্তব‌্য রা‌খেন সংগঠ‌নের সাধারন সম্পাদক জনাব মো: শ‌ফিউল আলম, বি‌শেষ অ‌তি‌থি হিসা‌বে বক্তব‌্য রা‌খেন উপ‌জেলা আওয়ামী লী‌গের শিক্ষা ও সম্পদ বিষয়ক সম্পাদক বাবু ত্রিদিপ বড়ুয়া, উর‌কিরচর ইউ‌নিয়ন আওয়ামী‌ লী‌গের সা‌বেক সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুল আ‌মিন, সহ সভাপ‌তি সৈয়দ না‌ছের মেম্বার, সৈয়দ হারুনুর র‌শিদ, মো: আলী আকবর, সে‌লিম উ‌দ্দিন চৌধুরী, বীর মু‌ক্তি‌যোদ্ধা এস এম হারুনুর রশীদ, সি‌নিয়র সদস্য আব্দুল মন্নান খানঁ , যুগ্ম সম্পাদক মো: আইয়ুব, মো: স‌রওয়ার, আইন‌ সম্পাদক বাবু তাপস বড়ুয়া, দপ্তর‌ সম্পাদক শেখ ম‌ফিজুর‌ রহমান, শিক্ষা ও মানব উন্নয়ন সম্পাদক কাজী মেজবাহ উ‌দ্দিন, সাংগঠ‌নিক সম্পাদক মো: ম‌হিউ‌দ্দিন ইমন, উপ‌জেলা আওয়ামী স্বেচ্ছা‌সেবকলী‌গের আহ্বায়ক মো; জাহাঙ্গীর আলম সুমন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো: ক‌ফিল উ‌দ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক গিয়াস উ‌দ্দিন আল জাকা‌রিয়া, সাংস্কৃ‌তিক সম্পাদক অল‌কেশ বড়ুয়া তপু, আওয়ামী নেতা রুপা‌য়েন বড়ুয়া কাজল, মো: ছি‌দ্দিক আহ‌মেদ, মো: আলী, ইউ‌পি সদস্যদের ম‌ধ্যে মো: মাহবুবুল আলম, সৈয়দ মো: না‌ছের, মো: জাহাঙ্গীর সওদাগর, ‌মো; র‌ফিকুল আলম, মো: নুরুল আবছার, মো: সে‌লিম উ‌দ্দিন, মো; কাওসার, অ‌মিত বিজয় বড়ুয়া, বাবু তাপস বড়ুয়া, ম‌হিলা সদস্য জয়া বড়ুয়া, ফা‌তেমা বেগম, ওয়ার্ড আওয়ামী লী‌গের সভাপ‌তি/সম্পাদক‌দের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন বাবু নেপাল বড়ুয়া, প্রদুৎ কুমার বড়ুয়া মিঠু, রনধীর বড়ুয়া, শ্রীকান্ত চৌধুরী, র‌ফিক কন্ট্রাক্টর, মো: ইসমাইল, মো: আবু তা‌হের সওদাগর, মো: ওসমান গ‌নি, মো: নুরুল আবছার, মো: আবু তা‌হের, মো: জ‌সিম উ‌দ্দিন, শেখ আকতারুজ্জামান পার‌ভেজ, যুব‌নেতা শেখ ম‌নিরুল ইসলাম, যুব‌নেতা আরমান হো‌সেন, , যুব‌নেতা সৈয়দ র‌বিউল হো‌সেন আ‌রিফ, যুব‌নেতা শহীদুল আলম, যুব‌নেতা‌ সাজ্জাদ শাহ, যুব‌নেতা বোরহান চৌধুরী, যুব‌নেতা আ‌রিফুল ইসলাম, সা‌য়েদ কা‌দেরী, মো: মুছা, মোর‌শেদ, সা‌বেক ইউ‌নিয়ন ছাত্রলী‌গের সভাপ‌তি মো: শহীদুল্লাহ, দক্ষিন রাউজান থানা ছাত্রলী‌গের ভারপ্রাপ্ত সভাপ‌তি মো: জা‌হেদুল আলম, ছাত্রনেতা নাজমুল রায়হান, ছাত্র‌নেতা রাসু নাথ, সৈয়দ আরাফাত, রসুল মিয়া, মো: সা‌হেদ সহ উর‌কিরচর ইউ‌নিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলী‌গের কর্মকর্তা ও সদস্যবৃন্দ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype