মানিকছড়ি প্রতিনিধিঃ–
মানিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী অরাজনৈতিক ক্রীড়া ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘রাজপাড়া ক্রীড়া সংঘ’র ৫ম কার্যনির্বাহী কমিটির কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ জানুয়ারি) দুপুর ২টায় মহামুনি হেডম্যান কার্যালয়ে আব্রে মারমা’র সভাপতিত্বে কাউন্সিলের শুভ উদ্বোধন ঘোষণা করেন বীর মুক্তিযোদ্ধা মংপ্রু সাইন বাহাদুর ফাউন্ডেশনের চেয়ারম্যান রাজ কুমার সুইচিংপ্রু। উসাচিং মারমা বাবু’র সঞ্চালনায় কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। মানিকছি থানা অফিসার ইনচার্জ আমির হোসেন, রাজপাড়া ক্রীড়া সংঘ’র উপদেষ্টা মংক্রো মারমা, নিপ্রু মারমা অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন রাজপাড়া ক্রীড়া সংঘ’কে ৫০ হাজার টাকা ও ক্রীড়া সামগ্রী প্রদানের আশ্বাস দেন।এছাড়াও বীর মুক্তিযোদ্ধা মংপ্রু সাইন বাহাদুর ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০ হাজার টাকা দেয়ার প্রতিশ্রুতি দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান। পরে দ্বিতীয় বারের মত আব্রে মারমাকে সভাপতি ও সুইচিং মারমাকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।