আতিকুর রহমান: মিরসরাইয়ের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন উকিল বাড়ি আলোকিত তারুণ্য সংঘের ২০২১ সালের কার্যকরী কমিটি সোমবার (৪ জানুয়ারি) আলোকিত তারুণ্য সংঘের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. এয়াকুব হোসাইন মুন্না’র স্বাক্ষরিত ক্লাবের প্যাডে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
এতে সভাপতি হিসেবে এম.এ হাসনাত ও সাধারণ সম্পাদক হিসেবে নজরুল ইসলাম মনোনীত হন। এছাড়া কমিটির অন্যান্যরা হলো সহ-সভাপতি আবদুল গণি, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন, অর্থ সম্পাদক ফারহানা আক্তার, সহ অর্থ সম্পাদক মো. ইব্রাহীম, শিক্ষা ও সাহিত্য সম্পাদক জান্নাতুল ফেরদৌস, সমাজকল্যাণ সম্পাদক গিয়াস উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিয়াজ উদ্দিন, ক্রীড়া সম্পাদক রাকিবুল হাসান।
উল্লেখ্য, (সবাই মিলে করবো কাজ, গড়বো মোরা শিক্ষাবান্ধব সমাজ) স্লোগান নিয়ে ২০১৬ সালের ১৬ ডিসেম্বর উকিল বাড়ি আলোকিত তারুণ্য সংঘ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষা খাত সহ বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড করে আসছে সংগঠনটি।