মঙ্গলবার-১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

হাজিরা দিতে এসে আসামির মৃত্যু

হাজিরা দিতে এসে আসামির মৃত্যু।

 

হাজিরা দিতে এসে আসামির মৃত্যু।

ইতিহাস ৭১ ডেস্ক : ইছহাক (৬৫) নামের ব্যক্তি চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে এসে মৃত্যুর কোলে ঢলে পড়ে। বুধবার (৬ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, ইছহাক একটি বন মামলায় এজহারভুক্ত আসামি। মামলা নং-২/২০১৮। তিনি ফটিকছড়ি থানাধীন উত্তর কাঞ্চননগর দুল্যাছড়ি এলাকার ফকির আহমদের ছেলে। বুধবার দুপুরে ইছহাক হাজিরা দিতে আদালতের সামনে অবস্থান কালে হঠাৎ এজলাসের সামনে পড়ে যান। সেখানেই তার মৃত্যু হয়।

জেলা পুলিশের আদালত পরিদর্শক-২ মো. হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেন ।

এ ঘটনায় কোতোয়ালী থানা পুলিশকে খবর দেওয়া হলে তারা মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য তার মরদেহে চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype