

ইতিহাস ৭১ বিনোদন ডেস্ক : নায়িকা নয় এবার খলনায়িকা চরিত্রে দেখা যাবে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে। প্রথম বার নেতিবাচক চরিত্রে অভিনয় করার জন্য দীপিকাও খুব উৎসাহী।
জানা যায়, দিপিকার প্রথম খলনায়িকার চরিত্রের চলচিত্র ‘ধুম ফোর’। প্রত্যেক বারই ছবির খলচরিত্রের কাস্টিংয়ে চমক থাকে ‘ধুম’ ফ্রাঞ্চাইজির। জন আব্রাহাম, হৃতিক রোশন, আমির খানের পরে এবার ‘ধুম ফোর’-এ ভিলেন হিসেবে মহিলা চরিত্রের কথাই ভেবেছে যশরাজ ফিল্মস।
‘পাঠান’ ও শকুন বত্রার ছবি কাজ হাতে রয়েছে বর্তমানে দীপিকার। সম্প্রতি রাজস্থানে বর্ষবরণ উদযাপন করে ফিরেছেন এই অভিনেত্রী।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টা গ্রামের কমেন্ট সেকশনে লিখেছেন, মাঝেমাঝেই আমার কাছের মানুষরা বলেন যে, আমি পেশাগত জীবনে যা-ই হই না কেন, ব্যক্তিজীবনে বদলাইনি। এর পিছনে তাদের কত বড় ভূমিকা রয়েছে, আমি জানি। পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানো জরুরি। তা হলেই নিজের শিকড় ধরে রাখা যায়।