রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড় প্রতিনিধি : রামগড় সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষিকা জ্যোস্না বিশ্বাস পরলোকগমন করেছেন (দিব্যান্ লোকান্ স গচ্ছতুঃ)।
৩১ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ছয়টায় সুকেন্দ্রাই পাড়ার নিজ বাসভবনে বার্ধক্যজনিত রোগে ৮১ বৎসর বয়সে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি চার সন্তানসহ অসংখ্য ছাত্র-ছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন।
প্রয়াত জ্যোস্না বিশ্বাস রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক কৃষ্ণ গোপাল দাশ এর সহধর্মিণী ও স্থানীয় সাংবাদিক শুভাশীষ দাশ এর মাতা।
শিক্ষিকা জ্যোৎস্না বিশ্বাস ১৯৬৮ সালে সহকারী শিক্ষিকা হিসাবে রামগড় বালিকা প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন এবং ১৯৯৮ সালে রামগড় সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় থেকে অবসরে যান।
পারিবারিক সূত্রে জানাগেছে,আজ দুপুরে রামগড় চৌধুরী পাড়াস্থ কেন্দ্রীয় মহাশ্বশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানান।