ইতিহাস ৭১ বিনোদন ডেস্ক: ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’ এ সিনেমাটি বড়দিনে মুক্তি পায় এবং সিনেমাটি বিশ্বজুড়ে দর্শকরা দারুণ উপভোগ করছেন। সিনেমাটির মূল অভিনেত্রী গল গাদোতের ব্যক্তিগত ওয়ান্ডার ওম্যানদের তালিকায় ঠাঁই পেয়েছেন দিল্লির বাসিন্দা বিলকিস বানু, যিনি ‘শাহীনবাগের দাদী’ হিসেবেই বিশ্বজুড়ে পরিচিত।
টাইম ম্যাগাজিনে ২০২০ সালে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় জায়গা করে নিয়েছেন বিলকিস বানু। এবার গল গাদোতের তালিকায় স্থান পাওয়াটাও বেশ চমকপ্রদ মনে করা হচ্ছে।
২০২০ সালকে বিদায় জানিয়ে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) ইনস্টাগ্রামে পোস্ট দেন গাদোত। সে সঙ্গে তার দৃষ্টিতে বাস্তব জীবনের ‘ওয়ান্ডার ওম্যান’দের কিছু ছবিও শেয়ার করেন হলিউড তারকা।