শনিবার-৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মানিকছড়িতে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্টিত

 

মানিকছড়ি প্রতিনিধি

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় মানিকছড়িতে অনুষ্ঠিত হয়েছে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার। ২৯ ডিসেম্বর সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে অনুষ্টিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ। অনুষ্ঠানে খাদ্যের নিরাপদতা বিষয়ে দেশে বর্তমানে খাদ্য উৎপাদন, বিপনন ও ভোক্তার মাঝে অনিরাপদ খাদ্যের ফলে জনস্বাস্থ্য বিপর্যস্থ হওয়ায় সরকার ২০১৩ সালে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে আইন প্রণয়ন বিষয়ে এবং পরর্বতীতে তৃণমূলে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সেমিনারের গুরুত্ব তুলে ধরে বিস্তারিত ব্যাখ্যা করেন খাগড়াছড়ি জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ সাহেদুর রহমান। অনুষ্ঠানে অতিথি ছিলেন সহকারী কমিশনার(ভূমি) রিফাত আসমা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সূচয়ণ চৌধুরী, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নয়ন সালাহউদ্দিন, অফিসার ইনচার্জ আমির হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান, ক্যয়জরী মহাজন, শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার রেহানা মোস্তফাসহ শিক্ষক, সাংবাদিক, শিক্ষা,স্বাস্থ্য,কৃষি, মৎস্য বিষয়ক কর্মকর্তা,ভোক্তারা উপস্থিত ছিলেন। সেমিনারে জানানো হয় দেশে নিরাপদতা খাদ্য স্বয়ংসম্পূর্ণ পেতে হলে জনসচেতনতা প্রয়োজন। সরকার এ বিষয়ে ২০১৩ সালে একটি আইন প্রণয়ন করলে জনসচেতনতার অভাবে ভোক্তা এখনো পর্যন্ত নিরাপদ খাদ্যের সুফল পায়নি। দেশের প্রচলিত আইন, ভোক্তার অধিকার মেনে খাদ্যের নিরাপদতা নিশ্চত করতে সবার সহযোগিতা প্রয়োজনীয়তা আবশ্যক বলে সেমিনারে গুরুত্বারোপ করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype