নিজস্ব প্রতিবেদক
সবার উপরে মানবতা এই স্লোগানে অনুষ্ঠিত হয়ে গেলো লায়ন্স ক্লাব অব চিটাগং কর্নফুলি এলিট এর আয়োজনে অভিষেক অনুষ্ঠান । ২৭ ডিসেম্বর সন্ধ্যায় লায়ন্স ক্লাব অব চিটাগং কর্নফুলি এলিট এর প্রেসিডেন্ট লায়ন লোকপ্রিয় বড়ুয়া এম জে এফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গভর্নর সুকান্ত ভট্টাচার্য এম জে এফ । লায়ন জিল্লুর রহমান ও লায়ন উম্মে হাবিবার সঞ্চালনায় শুরুতেই পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন
জাহেদ হোসেন । । জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান । লায়ন রোকেয়া হক অতিথিদের ফুল
দিয়ে বরন করেন । স্বাগত বক্তব্য প্রদান করেন ক্লাব সেক্রেটারি নুরুল কবীর চৌধুরী । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম ভাইস ডিষ্ট্রিক্ট গভর্নর লায়ন আল সাদাত দোভাষ এম জে এফ ও ২য় ভাইস ডিস্ট্রিক গভর্নর শেখ শামশুদ্দিন আহম্মেদ সিদ্দিকি । বক্তব্য রাখেন লায়ন মোস্তাক হোসেন, লায়ন নাদের খান , মুক্তিযোদ্ধা আলাউদ্দিন চৌধুরী ।
এর আগে চার্টার মেম্বারগন জেলা গভর্নর এর কাছ থেকে শপথ নেন এবং কেক কেটে আনুষ্ঠানিক ভাবে তাদের বরন করা হয় । অভিষেক অনুষ্ঠানে লায়ন লোকপ্রিয় বড়ুয়ার রচিত লেখায় লেখায় সন্তরণ বইয়ের মোড়ক উম্মোচন ও উড়বে পতাকা নামে একটি শর্ট ফিল্ম প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয় ।
বিশিষ্ঠ সংগীত পরিচালক টিটু বড়ুয়ার পরিচালনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথি ও দর্শক বৃন্দরা ।