মঙ্গলবার-১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম কর্নফুলি এলিট এর আয়োজনে অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
সবার উপরে মানবতা এই স্লোগানে অনুষ্ঠিত হয়ে গেলো লায়ন্স ক্লাব অব চিটাগং কর্নফুলি এলিট এর আয়োজনে অভিষেক অনুষ্ঠান । ২৭ ডিসেম্বর সন্ধ্যায় লায়ন্স ক্লাব অব চিটাগং কর্নফুলি এলিট এর প্রেসিডেন্ট লায়ন লোকপ্রিয় বড়ুয়া এম জে এফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গভর্নর সুকান্ত ভট্টাচার্য এম জে এফ । লায়ন জিল্লুর রহমান ও লায়ন উম্মে হাবিবার সঞ্চালনায় শুরুতেই পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন
জাহেদ হোসেন । । জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান । লায়ন রোকেয়া হক অতিথিদের ফুল
দিয়ে বরন করেন । স্বাগত বক্তব্য প্রদান করেন ক্লাব সেক্রেটারি নুরুল কবীর চৌধুরী । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম ভাইস ডিষ্ট্রিক্ট গভর্নর লায়ন আল সাদাত দোভাষ এম জে এফ ও ২য় ভাইস ডিস্ট্রিক গভর্নর শেখ শামশুদ্দিন আহম্মেদ সিদ্দিকি । বক্তব্য রাখেন লায়ন মোস্তাক হোসেন, লায়ন নাদের খান , মুক্তিযোদ্ধা আলাউদ্দিন চৌধুরী ।
এর আগে চার্টার মেম্বারগন জেলা গভর্নর এর কাছ থেকে শপথ নেন এবং কেক কেটে আনুষ্ঠানিক ভাবে তাদের বরন করা হয় । অভিষেক অনুষ্ঠানে লায়ন লোকপ্রিয় বড়ুয়ার রচিত লেখায় লেখায় সন্তরণ বইয়ের মোড়ক উম্মোচন ও উড়বে পতাকা নামে একটি শর্ট ফিল্ম প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয় ।
বিশিষ্ঠ সংগীত পরিচালক টিটু বড়ুয়ার পরিচালনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথি ও দর্শক বৃন্দরা ।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype