
এস এম নুরুল আলম খোকন
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য হওয়ায় , ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সাবেক সিনেট সদস্য ড. বিমান চন্দ্র বড়ুয়াকে নিজ গ্রাম চট্টগ্রামের রাউজান উপজেলার মধ্যম আধারমানিক গ্রামে সংবর্ধনা প্রদান করা হয়েছে । ১৭ডিসেম্বর২০ বৃহস্পতিবার এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীন শিক্ষক অনিল কান্তি বড়ুয়া । চম্পক বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন ইউপি সদস্য উজ্বল বড়ুয়া, চট্টগ্রাম মহানগর যুবলীগের
পক্ষ হতে কাজল প্রিয় বড়ুয়া , সিজার বড়ুয়া, বৌদ্ধ কৃস্টি প্রচার সংঘের পক্ষ হতে লায়ন উত্তম কুমার বড়ুয়া, প্রকৌশলী ঝুলেন বড়ুয়া, প্রকৌশলী সুমন বড়ুয়া বিধান বড়ুয়া ইমাম গাজ্জালী কলেজ ছাত্রলীগের রনি দাশ, শ্রিমান বড়ুয়া , সাংবাদিক জাহিদ হোসেন , সাংবাদিক তৈয়ুব , ইতিহাস৭১টিভির সম্পাদক ও প্রকাশক প্রকৌশলী দিলু বড়ুয়া জয়িতা , সাংবাদিক রতন বড়ুয়া , সাংবাদিক এস এম নুরুল আলম খোকন ।
এতে আরো উপস্থিত ছিলেন সুরজিত বড়ুয়া বাবলা , শ্রিমান বড়ুয়া,নপু , প্রান্ত রাজেশ, বাপ্পা, সৈরাজ , রনি, পিয়াল , রাজেশ ও শান্ত বড়ুয়া। এর আগে বিভিন্ন সংগঠন ও ব্যাক্তিবর্গ ফুল ও উত্তরীয় দিয়ে ড. বিমান চন্দ্র বড়ুয়াকে শুভেচ্ছা জানান । ইতিহাস৭১টিভি ও পত্রিকার পক্ষ হতে উত্তরীয় দিয়ে সম্মানিত করেন প্রকাশক ও সম্পাদক প্রকৌশলী দিলু বড়ুয়া জয়ীতা, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম উত্তর ও দক্ষীন , কলেজ ইউনিভার্সিটি বুড্ডিস্ট এসোসিয়েশননের পক্ষ হতেও শুভেচ্ছা
জানানো হয় । সংবর্ধনার জবাবে ড. বিমান চন্দ্র বড়ুয়া বলেন আপনাদের এই সম্মান আমি চিরদিন মনে রাখবো ।তিনি বলেন প্রধানমন্ত্রী যে আমাকে দায়িত্ব দিয়েছেন তা আমি পালন করার চেষ্টা করবো এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি ও সাধারন সম্পাদক সহ সকলের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন ।