
মানিকছড়ি প্রতিনিধি
হাঁড়কাঁপানো শীতে পাহাড়ের দুঃস্থ, অসহায়, হত-দরিদ্র জনগোষ্ঠীর দুর্বিষহ রাত্রিযাপনের খবরে শীর্তাত মানুষের পাশে দাঁড়িয়েছে ইপিলিয়ন গ্রুপ ও সেনাবাহিনী।
বৃহস্প্রতিবার (১৭ ডিসেম্বর) বিকাল সাড়ে তিনটায় মানিকছড়ি ইংলিশ স্কুল মাঠে ইপিলিয়ন গ্রুপের সহায়তায় ২শতাধিক সুবিধাবঞ্চিত বিভিন্ন সম্প্রদায়ের হাতে শীতবস্ত্র (কম্বল) তুলে দেন বাংলাদেশ সেনাবাহীনি সিন্দুকছড়ি জোনের জোন কমান্ডার লে. কর্নেল কাজী কাওসার জাহান পিএসসি,জি।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মেজর সৈয়দ শফিউল ইসলাম মেরাজ পিএসসি, মানিকছড়ি ক্যাম্প কমান্ডার ফয়সাল আহমেদ শুভ, বিএসপি, ইপিলিয়ন ফাউন্ডেশনের পক্ষে সেইলর এর চীফ অপারেটিং অফিসার মো. রেজাউল করিম, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বাবুল, তিনটহরী ইউপি চেয়ারম্যন আবুল কালাম আজাদসহ সাংবাদিকবৃন্দ।