বৃহস্পতিবার-১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

মারমা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন সামগ্রী বিতরণ

 

আবদুল মান্নান, মানিকছড়ি

দি মারমা কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রানসামগ্রী বিতরণ করা হয়েছে
খাগড়াছড়ি জেলার মানিকছড়ি ও গুইমারা উপজেলার সীমান্তবর্তী এলাকায় উত্তর হাফছড়ি গ্রামের নেইউ মারমা স্বামী পরিত্যাক্তা ৪ সন্তানের জননীর একমাত্র বসত বাড়ি গত ৩০ নভেম্বর অগ্নিকান্ডে পুড়ে হয়ে যায়। ফলে ৭ ডিসেম্বর সকাল সাড়ে ৯ টায় দি মারমা কো-অপারেটিভ ইউনিয়নের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবার মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সুইচিংমং মারমা,ম্যানাজার চাইলাপ্রু মারমা,সভাপতি কংজাই মারমা, হাফছড়ি সেবা কেন্দ্রে সম্পাদক হ্লাথোয়াইঅং মারমা,দক্ষিন হাফছড়ি পাড়া প্রধান কারবারী রাম্প্রুসাই মারমা প্রমূখ।
দি মারমা কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের প্রধান নির্বাহী সুইচিংমং মারমা বলেন,অামরা সদস্যদের প্রস্রাব কালীন ভাতা,শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ,মৃত্যুর জন্য তাৎক্ষিনক প্রতি সদস্যদের নগদ ৫হাজার এবং পাশাপাশি অামানতের টাকা দ্বিগুন দিয়ে থাকি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype