আবদুল মান্নান, মানিকছড়ি
দি মারমা কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রানসামগ্রী বিতরণ করা হয়েছে
খাগড়াছড়ি জেলার মানিকছড়ি ও গুইমারা উপজেলার সীমান্তবর্তী এলাকায় উত্তর হাফছড়ি গ্রামের নেইউ মারমা স্বামী পরিত্যাক্তা ৪ সন্তানের জননীর একমাত্র বসত বাড়ি গত ৩০ নভেম্বর অগ্নিকান্ডে পুড়ে হয়ে যায়। ফলে ৭ ডিসেম্বর সকাল সাড়ে ৯ টায় দি মারমা কো-অপারেটিভ ইউনিয়নের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবার মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সুইচিংমং মারমা,ম্যানাজার চাইলাপ্রু মারমা,সভাপতি কংজাই মারমা, হাফছড়ি সেবা কেন্দ্রে সম্পাদক হ্লাথোয়াইঅং মারমা,দক্ষিন হাফছড়ি পাড়া প্রধান কারবারী রাম্প্রুসাই মারমা প্রমূখ।
দি মারমা কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের প্রধান নির্বাহী সুইচিংমং মারমা বলেন,অামরা সদস্যদের প্রস্রাব কালীন ভাতা,শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ,মৃত্যুর জন্য তাৎক্ষিনক প্রতি সদস্যদের নগদ ৫হাজার এবং পাশাপাশি অামানতের টাকা দ্বিগুন দিয়ে থাকি।