বুধবার-১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ-২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ-১৩ই শাবান, ১৪৪৬ হিজরি

মানিকছড়ির বিভিন্ন স্কুলে এ্যাসাইনমেন্ট কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা

আবদুল মান্নান, মানিকছড়ি
বৈশ্বিক মহামারী করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় পড়ালেখায় পিছিয়ে পড়ছে শিক্ষার্থীরা। ফলে সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের প্রেরিত নির্দেশনা ও এ্যাসাইনমেন্ট ছাত্রছাত্রীদের মাঝে সরবরাহ ও সংগ্রহ কার্যক্রম সরজমিনে পরিদর্শনে আসেন খাগড়াছড়ি জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কুঞ্জ কুমার চাকমা। ৭ ডিসেম্বর সোমবার সকাল ১০ থেকে বিকাল ২টা পর্যন্ত মানিকছড়ি উপজেলার সরকারী ও আধা সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে এ্যাসাইনমেন্ট কার্যক্রম পরিদর্শনে এসে ছাত্র-ছাত্রী কর্তৃক জমাকৃত এ্যাসাইনমেন্ট মূল্যায়ণ ছাত্র/ছাত্রীদের অগ্রগতি সম্পর্কে অবহিত হন জেলা শিক্ষা কর্মকর্তা কুঞ্জ কুমার চাকমা। সকাল সাড়ে ১১টায় উপজেলার শীর্ষ প্রতিষ্ঠান তিনটহরী উচ্চ বিদ্যালয়ে আসেন শিক্ষা কর্মকর্তা। এ সময় প্রধান শিক্ষক মোঃ আতিউল ইসলাম,সহকারী প্রধান সুদীপ কুমার নাথসহ সকল শিক্ষকগণ উপস্থিত ছিলেন। পরে শিক্ষা কর্মকর্তা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়, বড়ডলু উচ্চ বিদ্যালয়, মানিকছড়ি বালিকা উচ্চ বিদ্যালয় ও রাণী নিহার দেবী সরকারী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি বৈশ্বিক মহামারীতে শিক্ষাব্যবস্থা নিয়ে সরকারের গৃহীত কার্যক্রমে শিক্ষকদের সহযোগিতার জন্য সকলকে অভিনন্দন জানান।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype