
আবদুল মান্নান, মানিকছড়ি
বৈশ্বিক মহামারী করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় পড়ালেখায় পিছিয়ে পড়ছে শিক্ষার্থীরা। ফলে সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের প্রেরিত নির্দেশনা ও এ্যাসাইনমেন্ট ছাত্রছাত্রীদের মাঝে সরবরাহ ও সংগ্রহ কার্যক্রম সরজমিনে পরিদর্শনে আসেন খাগড়াছড়ি জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কুঞ্জ কুমার চাকমা। ৭ ডিসেম্বর সোমবার সকাল ১০ থেকে বিকাল ২টা পর্যন্ত মানিকছড়ি উপজেলার সরকারী ও আধা সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে এ্যাসাইনমেন্ট কার্যক্রম পরিদর্শনে এসে ছাত্র-ছাত্রী কর্তৃক জমাকৃত এ্যাসাইনমেন্ট মূল্যায়ণ ছাত্র/ছাত্রীদের অগ্রগতি সম্পর্কে অবহিত হন জেলা শিক্ষা কর্মকর্তা কুঞ্জ কুমার চাকমা। সকাল সাড়ে ১১টায় উপজেলার শীর্ষ প্রতিষ্ঠান তিনটহরী উচ্চ বিদ্যালয়ে আসেন শিক্ষা কর্মকর্তা। এ সময় প্রধান শিক্ষক মোঃ আতিউল ইসলাম,সহকারী প্রধান সুদীপ কুমার নাথসহ সকল শিক্ষকগণ উপস্থিত ছিলেন। পরে শিক্ষা কর্মকর্তা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়, বড়ডলু উচ্চ বিদ্যালয়, মানিকছড়ি বালিকা উচ্চ বিদ্যালয় ও রাণী নিহার দেবী সরকারী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি বৈশ্বিক মহামারীতে শিক্ষাব্যবস্থা নিয়ে সরকারের গৃহীত কার্যক্রমে শিক্ষকদের সহযোগিতার জন্য সকলকে অভিনন্দন জানান।