
আইসোলেশন সেন্টার হচ্ছে বাকলিয়ায় মেয়র প্রার্থী রেজাউলের উদ্যোগে
নিউজ ডেেস্কঃ কা
লামিয়া বাজার সংলগ্ন ওয়েডিং পার্ক কমিউনিটি সেন্টারে ‘মুক্তি আইসোলেশন সেন্টার’ নামে করোনা ডেডিকেটেড আইসোলেশন সেন্টারটি প্রস্তুত করা হচ্ছে। সেখানে প্রয়োজনীয় অক্সিজেন সাপোর্টসহ কোভিড পজেটিভ রোগীদের সেবা দেওয়া হবে।গতকাল ১৬ জুন মঙ্গলবার সকাল ১১টার দিকে আইসোলেশন সেন্টারটির অগ্রগতি পরিদর্শনে যান মেয়র প্রার্থী এ এম রেজাউল করিম চৌধুরী।এসময় সাবেক সিভিল সার্জন ডা. সরফরাজ খান চৌধুরী বাবুল, রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রামের চেয়ারম্যান বিএমএ কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. শেখ শফিউল আজম, চট্টগ্রাম মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডা. নাসির উদ্দিন মাহমুদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. মিনহাজুর রহমান, স্থানীয় কাউন্সিলর মো. হারুনর রশিদ, কাউন্সিলর আশরাফুল আলম সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।আইসোলেশন সেন্টারটি পরিদর্শনকালে রেজাউল করিম চৌধুরী বলেন, ‘ব্যক্তিগত উদ্যোগে এলাকায় এলাকায় আইসোলেশন সেন্টার ও আইসিইউ হাসপাতাল গড়ে তুলতে হবে। চট্টগ্রামে মৃত্যুর মিছিল বন্ধ করতে হবে।’তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ মানবতাবাদী। একাত্তরের মুক্তির সংগ্রামে ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঝাঁপিয়ে পড়েছিলেন। একইভাবে যেকোনো দুর্যোগ মোকাবেলাতেও দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। আজকের করোনার এই মহাদুর্যোগ মানবতার হাত ধরে সকলকে এলাকায় এলাকায় আইসোলেশন সেন্টার বানানোর পাশাপাশি অক্সিজেন সরবরাহ অব্যাহত রাখতে হবে। একইসাথে সময়ের সাহসী যোদ্ধা ডাক্তার নার্সদের মানবতার সেবায় এগিয়ে আসতে হবে।’ তিনি করোনা চিকিৎসায় শিল্পপতি ও ব্যবসায়ীদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।