সোমবার-৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মানিকছড়িতে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা উদ্বোধন।

মানিকছড়ি প্রতিনিধি
৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ২৯ নভেম্বর সকালে মানিকছড়ি টাউন হলে উদ্বোধন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্টিত ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার(ভূমি) রিফাত আসমা, উপজেলা প্রকৌশলী মোঃ আবদুল খালেক, মানিকছড়ি সরকারী কলেজ প্রভাষক মিলন্টন সেন, মোঃ কামাল উদ্দীন, উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার চৌধুরী প্রমূখ।
সকাল ১১ টায় প্রথমে অতিথিরা স্টল পরিদর্শন করেন। এ সময় মানিকছড়ি গিরিমৈত্রী ডিগ্রী কলেজ, উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব, রাণী নীহার দেবী সরকারী উচ্চ বিদ্যালয়, কলেজিয়েট উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীরা আলাদা আলাদাভাবে তাদের উদ্ভাবনী খন্ডচিত্র উপস্থাপন করেন।
পরে অতিথিরা মঞ্চে বসে আনুষ্ঠানিকভাবে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলার উদ্বোধন ঘোষণা করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype