রামগড় (খাগড়াছড়ি)উপজেলা সংবাদদাতাঃ খাগড়াছড়ির রামগড়ে ফেনীরকুল শীতকালীন ক্রিকেট টুর্ণামেন্ট-২০২০ এর শুভ উদ্বোধন করা হয়েছে। ফেনীরকুল তরুন প্রজন্ম সংঘ এর আয়োজনে শনিবার (২৮ নভেম্বর) বিকেলে পৌরসভার ফেনীরকুল ব্রিকফিল্ড মাঠে ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক।
এসময় ৮নং ওয়ার্ড কাউন্সিলর ও টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি সাহাব উদ্দিন এর সভাপতিত্বে টুর্ণামেন্টে বিশেষ অতিথি ছিলেন, রামগড় থানা অফিসার ইনচার্জ মো: সামসুজ্জামান। অন্যেদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, আ’লীগ নেতা এরশাদ উল্যাহ, বিশিষ্ট ব্যবসায়ী মো: হারুন সহ প্রমুখ।
খেলা পরিচালনা কমিটির পক্ষ এ প্রতিনিধিকে জানান, চারটি গ্রুপে ১৪টি দল নিয়ে টুর্ণামেন্ট সাজানোর মধ্যেদিয়ে প্রতিটি ম্যাচ ১২ ওভারের শর্টপিচ ক্রিকেট খেলা অনুষ্ঠিত হবে। খেলার প্রথমদিন উদ্বোধনী ম্যাচে সোনাইপুল বাজার একাদশ বনাম রামগড় উপজেলা একাদশ অংশ নিয়েছে। উদ্বোধনী ম্যাচে রামগড় উপজেলা একাদশকে হারিয়ে সোনাইপুল বাজার একাদশ জয়লাভ করে।