
মোঃ অলি উল্লাহ।
ফটিকছড়ি উপজেলায় আইন-শৃঙ্খলা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর ) মুক্তিযোদ্ধা জহুরুল হক হল মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সায়েদুল আরেফিন,র সভাপতিত্বে ফটিকছড়ি উপজেলার আইন-শৃঙ্খলা এবং উপজেলা চেয়ারম্যান এর সভাপতিত্বে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে, সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল লাইভে অংশ নেন, জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।
এ সময় অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) আবদুল্লাহ আল মাসুম, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ভাইস-চেয়ারম্যান, উপজেলা পরিষদ অ্যাডভোকেট ছালামত উল্লাহ চৌধুরী শাহীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তাসহ উপস্থিত ছিলেন, ডিজিএম ফটিকছড়ি, ডিজিএম আজাদী বাজার এবং অফিসার-ইন চার্জ, ফটিকছড়ি থানা ও ভূজপুর থানাসহ অন্যান্য দপ্তরপ্রধানরা
পরে ফটিকছড়ি উপজেলা নানুপুর ও সুয়াবিল নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদেরকে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।