বৃহস্পতিবার-১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ-৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ-১৪ই শাবান, ১৪৪৬ হিজরি

ফটিকছড়ি উপজেলায় আইন-শৃঙ্খলা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত


মোঃ অলি উল্লাহ।
ফটিকছড়ি উপজেলায় আইন-শৃঙ্খলা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর ) মুক্তিযোদ্ধা জহুরুল হক হল মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সায়েদুল আরেফিন,র সভাপতিত্বে ফটিকছড়ি উপজেলার আইন-শৃঙ্খলা এবং উপজেলা চেয়ারম্যান এর সভাপতিত্বে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে, সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল লাইভে অংশ নেন, জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।

এ সময় অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) আবদুল্লাহ আল মাসুম, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ভাইস-চেয়ারম্যান, উপজেলা পরিষদ অ্যাডভোকেট ছালামত উল্লাহ চৌধুরী শাহীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তাসহ উপস্থিত ছিলেন, ডিজিএম ফটিকছড়ি, ডিজিএম আজাদী বাজার এবং অফিসার-ইন চার্জ, ফটিকছড়ি থানা ও ভূজপুর থানাসহ অন্যান্য দপ্তরপ্রধানরা

পরে ফটিকছড়ি উপজেলা নানুপুর ও সুয়াবিল নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদেরকে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype