রামগড়(খাগড়াছড়ি)উপজেলা সংবাদদাতাঃ
রামগড় উপজেলা এডভোকেসী গ্রæপের উদ্যোগে “নারীর জন্য বিশ্ব গড়ো, পর্যাপ্ত বিনিয়োগ করো, সহিংসতা প্রতিরোধ করো” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২৫নভেম্বর আর্ন্তজাতিক নারী নির্যাতন পক্ষ ২০২০ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১১টায় উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় রামগড় পৌরসভার প্যানেল মেয়র ৩ ও সংরক্ষিত নারী সদস্যা- সংরক্ষিত মহিলা কাউন্সিলর কণিকা বড়ুয়া এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় থানার অফিসার ইনচার্জ মো,সামসুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা মো,জাহাঙ্গীর আলম, তথ্য অফিসার বিশ্ব নাথ মজুমদার, তথ্য আপা শাপলা আক্তার, স্থানীয় সাংবাদিক করিম শাহ প্রমূখ। এসময় খাগড়াছড়ি জেলা উইয়েনস রির্সোস নেটওয়ার্ক এর সদস্য মনীষা তালুকদারের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা উইয়েনস রির্সোস নেটওয়ার্ক এর সমন্বয়কারী ও জেলা একুশে টিভি’র সাংবাদিক চিংমেপ্রু মারমা । এতে লিফলেট পাঠ করেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের এডভোকেসী গ্রুপের ভলান্টিয়ার মনীষা চাকমা। বক্তাগন বলেন দেশের রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত সকল ক্ষেত্রেই বর্তমানে নারীর সক্রিয় ভুমিকা লক্ষণীয়। তাই সব ধরনের লিঙ্গভিক্তিক সহিংসতা রোধে,ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হয়ে এক সাথে কাজ করার আহবান জানান।
এতে উপস্থিত ছিলেন সরকারী-বেসরকারী কর্মকর্তা, মহিলা বিষয়ক অধিদপ্তরের নারী প্রশিক্ষনার্থী, উপজেলা এডভোকেসী গ্রুপের সদস্য-সদস্যাসহ স্থানীয় গণমাধ্যমকর্মী প্রমূখ।