মোঃ অলি উল্লাহ
ফটিকছড়ি উপজেলায় পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২০-২১ অর্থবছরে রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩৮৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে উপজেলা কৃষি অফিসার লিটন দেবনাথ এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফিন এর সভাপতিত্বে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হোসাইন মোঃ আবু তৈয়ব।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সালামত উল্লাহ চৌং শাহিন,মহিলা ভাইস চেয়ারম্যন জেবুনাহার মুক্তা, কৃষক লীগের সভপতি নুর হোসেন ও সুন্দরপুর ইউপি চেয়ারম্যন শাহ নেওয়াজ নাজিম প্রমূখ।