![](https://itihass71tv.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
জুবাইর
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিট ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যৌথ আয়োজনে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের বাস্তবায়নে নগরীর পশ্চিম খুলশী,জালালাবাদ টাওয়ারস্থ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সহায়তা অদ্য ৬ নভেম্বর শুক্রবার প্রদান করা হয়। উক্ত ত্রাণ সহায়তা বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন। রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম.এ.ছালাম এর সভাপতিত্বে ত্রাণ বিতরণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারী আব্দুল জব্বার। যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব প্রধান মোঃ ইসমাইল হক চৌধুরী ফয়সাল চৌধুরী ফয়সাল এর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন প্রশাসকের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম,সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ ওয়াসিম উদ্দিন চৌধুরী, যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের স্বাস্থ্য ও সেবা বিভাগীয় প্রধান জনি চৌধুরী, ক্রীড়া ও প্রচার প্রকাশনা বিভাগীয় প্রধান কৃষ্ণ দাশসহ কার্যকরী পর্ষদের সদস্যবৃন্দ ও যুব স্বেচ্ছাসেবকরা।
ক্ষতিগ্রস্থ পরিবারের সমূহের মাঝে শুকনো খাবার হিসেবে চাউল, ডাল, সুজি, লবণ, তৈল, চিনি, হাইজিন কির্টস ও নগদ ২০০০/- টাকা বিতরণ করা হয়।