বিপ্লব বিজয়
ওয়ার্ল্ড বুড্ডিস্ট এ্যসোসিয়েসন ইন বাংলাদেশ কর্তৃক আয়োজিত বন্দরনগরী চট্টগ্রাম জি ই সি মোর হোটেল প্যানিনসোলা জিনিয়া হলে চট্টগ্রামে দ্বিতীয় শাখা শুভ উদ্বোধন ও চট্টগ্রাম নতুন কমিটি গঠন।বিশ্বজুড়ে করোনায় মৃত্যু বরণ করছেন তাদের জন্য পরলৌকিক শান্তি কামনার, করোনা আকৃান্ত রোগিদের বিশেষ প্রার্থনা। দিনব্যাপি অনুষ্টান মালার মধ্যে সকালে ভিক্ষুসংঘের সংঘদান শীলগ্রহন, চট্টগ্রাম বিভিন্ন পেশার ব্যাক্তিদের সাথে মত বিনিময় ও চট্টগ্রামে ওয়ার্ল্ড বুড্ডিস্ট এসোসিয়েশন ইন বাংলাদেশ চট্টগ্রামের মানুষের কল্যাণে কিভাবে কাজ করা যায়, সবার মতামত বিনিময়। ওয়ার্ল্ড বুড্ডিস্ট এসোসিয়েশন ইন বাংলাদেশ করোনা মহামারি বিভিন্ন প্রতিষ্টানে অসহায় মানুষের খাদ্য সামগ্রী, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, প্রদান করে আসছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি লায়ন রিংকু কুমার বড়ুয়া। করেন সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সুরজিত বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনে সেজুতি বড়ুয়া।