মানিকছড়ি প্রতিনিধি
মৃত্যুর পথযাত্রী মানিকছড়ির সেই হতভাগী জমিলার পাশে খাদ্যসহায়তা নিয়ে হাজির হয়েছেন যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবী। মানিকছড়িতে দীর্ঘ কয়েক বছর বিনা চিকিৎসায় ও অভাব- অনটন এবং স্যাঁত স্যাঁতে পরিবেশে থাকা প্যারালাইসিসে আক্রান্ত জমিলা খাতুন(৭৭)কে দূর্বিসহ জীবন কাহিনী নিয়ে সংবাদ প্রকাশের পর প্রথম খাদ্য সহায়তা নিয়ে অসহায় মহিলার শয্যাপাশে দাঁড়িয়েছেন যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবীরা।
১ নভেম্বর বিভিন্ন অনলাইন পোর্টাল ও জাতীয় সংবাদপত্রের অনলাইন ভার্সনে স্বামী সন্তান হারা জমিলার জীবন- প্রদীপ নিভে যাচ্ছে বিনা চিকিৎসা ও অনাহার- অর্ধাহারে শিরোনামে সংবাদ প্রকাশের পরও প্রশাসনের নজরে বিষয়টি না আসায় অবশেষে মানিকছড়ি যুব রেড ক্রিসেন্ট এর সদস্যরা ২ নভেম্বর সকালে ফুড প্যাকেজ নিয়ে হাজির হয়েছেন অমানবিক পরিবেশ ও দূর্বিসহ জীবন যাপনকারী জমিলার শয্যাপাশে। উপজেলা যুব রেড ক্রিসেন্ট প্রধান মোঃ আশরাফুল ইসলাম এর নির্দেশে মোঃ আবু জাফর তার সঙ্গীয় স্বেচ্ছাসেবীদের নিয়ে ওই অসয়ায়,দূর্বিসহ ও মূমুর্ষ শয্যাশায়ীর পাশে তারা ছুঁটে যান।