মঙ্গলবার-১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

হতভাগী জমিলার পাশে খাদ্য সহায়তা নিয়ে হাজির হয়েছেন যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবী

মানিকছড়ি প্রতিনিধি
মৃত্যুর পথযাত্রী মানিকছড়ির সেই হতভাগী জমিলার পাশে খাদ্যসহায়তা নিয়ে হাজির হয়েছেন যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবী। মানিকছড়িতে দীর্ঘ কয়েক বছর বিনা চিকিৎসায় ও অভাব- অনটন এবং স্যাঁত স্যাঁতে পরিবেশে থাকা প্যারালাইসিসে আক্রান্ত জমিলা খাতুন(৭৭)কে দূর্বিসহ জীবন কাহিনী নিয়ে সংবাদ প্রকাশের পর প্রথম খাদ্য সহায়তা নিয়ে অসহায় মহিলার শয্যাপাশে দাঁড়িয়েছেন যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবীরা।
১ নভেম্বর বিভিন্ন অনলাইন পোর্টাল ও জাতীয় সংবাদপত্রের অনলাইন ভার্সনে স্বামী সন্তান হারা জমিলার জীবন- প্রদীপ নিভে যাচ্ছে বিনা চিকিৎসা ও অনাহার- অর্ধাহারে শিরোনামে সংবাদ প্রকাশের পরও প্রশাসনের নজরে বিষয়টি না আসায় অবশেষে মানিকছড়ি যুব রেড ক্রিসেন্ট এর সদস্যরা ২ নভেম্বর সকালে ফুড প্যাকেজ নিয়ে হাজির হয়েছেন অমানবিক পরিবেশ ও দূর্বিসহ জীবন যাপনকারী জমিলার শয্যাপাশে। উপজেলা যুব রেড ক্রিসেন্ট প্রধান মোঃ আশরাফুল ইসলাম এর নির্দেশে মোঃ আবু জাফর তার সঙ্গীয় স্বেচ্ছাসেবীদের নিয়ে ওই অসয়ায়,দূর্বিসহ ও মূমুর্ষ শয্যাশায়ীর পাশে তারা ছুঁটে যান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype