
উৎপল বড়ুয়া
ঘুণেধরা সমাজের অবক্ষয় রোধে পারিবারিক ভাবে নৈতিক শিক্ষা এবং দান, শীল ভাবনার উপর গুরুত্বারোপ করার কথা বলেন বক্তারা। ৩০ অক্টোবর উপমহাদেশের প্রখ্যাত সাংঘিক ব্যক্তিত্ব শাসনধ্বজ প্রজ্ঞাতিষ্য মহাস্থবির (পণ্ডিত ভান্তে) এর সাধন ভূমি আনোয়ারা উপজেলার ঐতিহ্যবাহী তালসরা মুচ্ছদ্দিপাড়া বিবেকারাম বিহারে আয়োজিত দানোত্তম শুভ কটিন চীবর দানোৎসবে প্রধান জ্ঞাতির ভাষনে একথা বলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব’র সমাজ কল্যাণ সম্পাদক উজ্জ্বল কান্তি বড়ুয়া। ঢাকাস্থ মেরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সদ্ধর্মকাণ্ডারি ভদন্ত ধর্মমিত্র মহাথেরোর সভাপতিত্বে, আশির্বাদক ছিলেন তালসরা বিরেকারাম বিহারের নবরূপকার অধ্যক্ষ সৌম্যসারথী ভদন্ত শাসনমিত্র মহাথের, সংবর্ধিত অতিথি সংঘরাজ পূর্ণাচার ভিক্ষু সংসদের সভাপতি প্রজ্ঞাসারথী ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথের মহোদয়, প্রধান ধর্মদেশক সুচিয়া সুখানন্দ বিহারের অধ্যক্ষ বিচিত্র ধর্মকথিক ভদন্ত অতুলানন্দ মহাথের মহোদয়, সদ্ধর্মদেশক যথাক্রমে ভদন্ত বােধিরতন মহাস্থবির, ভদন্ত পি. লােকানন্দ মহাস্থবির, ভদন্ত অনােমদর্শী মহাস্থবির, ভদন্ত জিনরতন মহাস্থবির, অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন বিবেকারাম বিহারের উপাধ্যক্ষ শ্রীমৎ প্রজ্ঞামিত্র ভিক্ষু। বিশেষ অতিথি চট্রগ্রাম জর্জ কোর্টের এডভােকেট প্রতীত বড়ুয়া জনি মহোদয়, শুভেচ্ছা বক্তব্য রাখেন সরোজ কান্তি বড়ুয়া, বিধান বড়ুয়া, জয় বড়ুয়া রাজু। মঙ্গলাচরণ করেন নব উপসম্পদা প্রাপ্ত শ্রীমৎ তিষ্যমিত্র ভিক্ষু, পঞ্চশীল প্রার্থনা করেন পরিতোষ বড়ুয়া। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন শ্রীমৎ জ্ঞানবোধি ভিক্ষু।