
মোহাম্মদ জুবাইর।
ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাঙ্গচিত্র কার্টুন প্রদর্শনের প্রতিবাদে জামিয়া ইসলামিয়া বাবুনগরের মসজিদে মুজাহিদে মিল্লাত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে,মুফতি ইকবাল এবং মুফতি মুহাম্মাদের সঞ্চালনায় এক বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন জামিয়ার সিনিয়র মুহাদ্দিস আল্লামা হাবিবুল্লাহ বাবুনগরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ভাষাবিদ ও সিনিয়র মুহাদ্দিস আল্লামা ড.হারুন আযিযী নদভী।
এসময় আরো উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া বাবুনগরের সহকারী পরিচালক মাওলানা আইয়ুব বাবুনগরী, সিনিয়র মুহাদ্দিস মীর হুসাইন রামগড়ী, হাফিজ শোয়াইব, মুফতি রহিমুল্লাহ শাহনগরী, আল্লামা মাহমূদ শাহ ধর্মপুরী, মুফতি মুঈনুদ্দীন বাবুনগরী, মাওলানা ফরিদুল আলম সাতকানবী, মুফতি একরাম পাঠকনগরী, ফরিদুল আলম আমিনী, মাওলানা মিজানুর রহমান, মাওলানা আকবর, কারী ওবাইদুল্লাহ সহ জামিয়ার আসাতেযায়ে কেরাম ও সর্বস্তরের ছাত্রবৃন্দ।
সভাপতির বক্তব্যে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, ফ্রান্স আমাদের প্রিয় নবীর ব্যঙ্গচিত্র কার্টুন প্রদর্শনী করে বিশ্বের মুসলিম উম্মাহর অন্তরে আঘাত দিয়েছে। এতে জামিয়া প্রধান আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর নির্দেশে আল্লামা হারুন আযিযী নদভী নিম্নোক্ত সাতটি দাবী রাখেন।